সিরিজ জয়ের দোরগোড়ায় বাংলাদেশ, মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ২০৭ রানের পুঁজি নিয়েও ৭৪ রানে জয় পেয়েছিল টাইগাররা। আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার চারদিন পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ব্যাটিং নয়, বোলিংই এনে দেয় জয়। সেই ম্যাচের নায়ক ছিলেন স্পিনার রিশাদ হোসেন। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট (৬/৩৫) নিয়ে বাংলাদেশের জয়ে মূল ভূমিকা রাখেন তিনি।
প্রথম ম্যাচে দুই দলের স্পিনাররা মিলে নেন ১২ উইকেট। তাই আজও স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে দল দুটি। বাংলাদেশ দলে যোগ হয়েছে বামহাতি স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে অলরাউন্ডার আকিল হোসেন ও ব্যাটার র্যামন সাইমন্ডস।
এই সিরিজে জয় পেলে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলবে বাংলাদেশ। এখন পর্যন্ত ১২টি ওয়ানডে সিরিজে উভয় দলই সমান ছয়বার করে জিতেছে। তাই আজকের ম্যাচে সিরিজের পাশাপাশি রেকর্ডেও এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।
মন্তব্য করুন