logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

ঢাকায় নিরপেক্ষ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ, আফগানিস্তানের ‘ঘর’ হচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৫, ১২:২৪
আফগানিস্তান ফুটবল দল | ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না আফগানিস্তান। ফলে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করছে তারা। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকে বেছে নিয়েছে আফগানিস্তান। তাদের অনুরোধে সাড়া দিয়ে এই প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচটি আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে—বাফুফে আজ এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। তবে বিজ্ঞপ্তিতে মাঠের নাম উল্লেখ করা হয়নি। যেহেতু সেদিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ–ভারত ম্যাচ নির্ধারিত আছে, তাই আফগানিস্তান–মিয়ানমার ম্যাচটি সেখানে হওয়ার সম্ভাবনা নেই। বাফুফে সূত্র জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনা | ছবি: সংগৃহীত

এর আগে বাংলাদেশ জাতীয় দলের (পুরুষ ও নারী) পাশাপাশি বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ এবং এএফসি ক্লাব পর্যায়ের খেলাও অনুষ্ঠিত হয়েছে কিংস অ্যারেনায়। সর্বশেষ এই মাঠে অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের খেলা। আফগানিস্তান জাতীয় দলও আগে এখানে ম্যাচ খেলেছে।

এশিয়ান কাপ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে নিজেদের হোম ম্যাচ সৌদি আরবের আল–হফুফেতে খেলেছিল আফগানিস্তান। আর সর্বশেষ ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তাদের হোম ম্যাচটি অনুষ্ঠিত হয় কুয়েতের আলী আল–সালেম আল–সাবাহ স্টেডিয়ামে, যেখানে ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সিরিজ জয়ের দোরগোড়ায় বাংলাদেশ, মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডে
দোহা বৈঠকের পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ১০ জন নিহত, যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ
উপকার ভুলে গেছে আফগানিস্তান: শহীদ আফ্রিদি
12