logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প
আবার সিপিএলে ফিরছেন সাকিব, নতুন ঠিকানা অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স
অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপের ফাইনাল কাল, ভেন্যু জাতীয় স্টেডিয়াম
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকার (অনূর্ধ্ব-১৭) ফাইনাল ম্যাচ আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্টেডিয়ামে, ঢাকায়। তরুণ ফুটবল প্রতিভার উত্থানের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার কমতি নেই। বালিকা বিভাগের ম্যাচ শুরু হবে বেলা ২.৩০ মিনিটে এবং বালক বিভাগের ম্যাচ শুরু হবে বিকাল ৪.০০ টায়। ফেডারেশন সূত্রে জানা গেছে, ফাইনাল ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ।   বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, তরুণ ফুটবলারদের মেধা ও দক্ষতা তুলে ধরতেই এই গোল্ডকাপ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় বাছাইয়ের কাজও চলছে। ফাইনাল উপলক্ষে নিরাপত্তা ও দর্শকদের সুষ্ঠু প্রবেশ-প্রস্থান ব্যবস্থা নিশ্চিত করতে স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। উল্লেখ্য, ১৭ জুন মোহাম্মাদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতার আসর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. মাহবুব-উল-আলম।  জাগতিক/জাহিদ
ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান
বাংলাদেশের দুর্দান্ত লড়াই জর্ডানের মাঠে ২-২ গোলে ড্র
টানা পরাজয়ে র‍্যাঙ্কিংয়ে ধস, দশে নেমে গেল বাংলাদেশ
সতীর্থ ও প্রতিপক্ষের দেওয়া ‘গার্ড অব অনার’-এর মাঝে হাঁটেন মোদ্রিচ
ডাক’-এর মালিক বাংলাদেশের কোনো ব্যাটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব
ব্যাট হাতে সময়টা মোটেও ভালো কাটছে না সাকিব আল হাসানের। দীর্ঘ ৬ মাস পর পাকিস্তানে অনুষ্ঠিত পিএসএল খেলতে মাঠে ফিরেছেন সাকিব। কিন্তু এখনো রানের খাতা খুলতে পারেননি তিনি।  এরইমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজের নাম লেখালেন সাকিব। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে শূন্য রানে আউট হওয়ার দিক থেকে এখন তিনি বাংলাদেশের শীর্ষ ব্যাটার। শুক্রবার রাতে পিএসএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হন সাকিব। ব্যাট হাতে নামেন আট নম্বরে। কিন্তু ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি-মাত্র ২ বল খেলে শূন্য রানে ফিরতে হয় এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। এটা ছিল টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের ৩২তম ‘ডাক’। এতেই তিনি পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে, যিনি ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন। ফলে এখন সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ‘ডাক’-এর মালিক বাংলাদেশের কোনো ব্যাটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪১০ ইনিংসে ব্যাট করে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। সৌম্য সরকারের সংখ্যা ২৩২ ইনিংসে ৩১ বার। আন্তর্জাতিক পরিসরে অবশ্য এই ‘ডাক’-এর দৌড়ে সাকিব এখনও অনেক পিছিয়ে। সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারাইন-৪৮ বার। এরপর আছেন আফগানিস্তানের রাশিদ খান (৪৫ বার) এবং ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস (৪৪ বার)।
ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে প্রথম চারদিনের ম্যাচে ৭০ রানে হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে প্রথম চারদিনের ম্যাচে ৭০ রানে হারল বাংলাদেশ ‘এ’ দল। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৬ রানের টার্গেটে ম্যাচের চতুর্থ ও শেষ দিন ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ২১৬ রান করেছিল নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ২০৪ রানে এগিয়ে ছিল সফরকারীরা। চতুর্থ দিন বাংলাদেশের দুই স্পিনার হাসান মুরাদ ও নাইম হাসানের ঘূর্ণিতে বাকী ৫ উইকেটে ৪১ রান যোগ করে ২৫৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১১৭ রান নিয়ে দিন শুরু করে ১২২ রানে আউট হন নিউজিল্যান্ডের নিক কেলি। এছাড়া ডিন ফক্সক্রফট ২১ ও মিচেল হে ১৮ রান করেন।  মুরাদ ৬১ রানে ৫টি ও নাইম ৭৩ রানে ৪ উইকেট নেন। জয়ের জন্য ২৪৬ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মারমুখী মেজাজে ইনিংস শুরু করে ২টি চার ও ১টি ছক্কায় ৮ বলে ১৬ রানে আউট হন ওপেনার এনামুল হক।  এরপর মাহমুদুল হাসান জয় ৪ ও অমিত হাসান ৫ রানে ফিরলে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার জাকির। হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ৯৪ রানে সাজঘরে ফিরেন জাকির। ৬টি চার ও ১টি ছক্কায় ৮৯ বলে ৫০ রান করেন তিনি।  জাকিরের বিদায়ে জুটি বেঁধে বাংলাদেশের রানের চাকা ঘুড়িয়েছেন অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহান। জুটিতে ৫০ রান যোগ হবার পর বিচ্ছিন্ন হন তারা। উইকেটে সেট হয়ে ৩ বাউন্ডারিতে ২৭ রানে ফিরেন নুরুল। দলীয় ১৪৪ রানে অধিনায়ক ফেরার পর নিউজিল্যান্ডের দুই স্পিনার জেইডেন লিনক্স ও আদিত্য অশোকের সামনে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটার। ফলে ১৭৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। শেষ পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কে পা দিতে পারেননি। এক প্রান্ত আগলে লড়াই করে ৫৭ রানে অপরাজিত থাকেন অঙ্কন। তার ১৬৭ বলের ইনিংসে ৬টি চার ছিল। অশোক ৫টি ও লিনক্স ৩ উইকেট নেন। ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অশোক।  আগামী ২১ মে থেকে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল।
পিএসএলে যোগ দিলেন সাকিব
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে দ্বিতীয়বারের মতো নাম লেখালেন সাকিব আল হাসান। ইতোমধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডেও যোগ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (রবিবার) লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে এক সপ্তাহের মতো স্থগিত ছিল পিএসএল। আজ (শনিবার) থেকে ‍পুনরায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে নিলামে কেউ আগ্রহ না দেখালেও, পরিবর্তিত পরিস্থিতি বিদেশি ক্রিকেটারের সংকট কাটাতে নতুন করে নেওয়া হয়েছে কয়েকজনকে। সেই ধারাবাহিকতায় সাকিবকে ভিড়িয়েছে লাহোর। তাদের হয়ে চলতি আসরে ৫টি ম্যাচ খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় আছেন। এদিকে, পিএসএলের ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর। সাকিবের মতোই আরেকজনের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকশে। সাকিব-রাজাপাকসে ও কুশল পেরেরাকে স্বাগত জানিয়ে লাহোর লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তারা তাদের সম্পন্ন করার ব্যাপারে বেশ মনোযোগী। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’ পিএসএলের চলমান দশম আসরে শুরুতে দল পাননি সাকিব। নতুন করে তাকে দলে নেওয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর এই কিউই তারকা দেশে ফিরে যান। এদিকে, পিএসএলের বাকি অংশের জন্য ডাক পাওয়ায় সাকিব অনাপত্তিপত্র বা এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন। তাতে সাড়া দিয়েছে বিসিবি।
শঙ্কা কাটিয়ে রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন জুড বেলিংহ‍্যাম
শঙ্কা কাটিয়ে রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন জুড বেলিংহ‍্যাম। অন্যদিকে, জ্বরের জন‍্য সেল্তা ভিগো ম‍্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। বাংলাদেশ সময় আজ রবিবার সন্ধ‍্যা ৬টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে সেল্তার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগের দিন রদ্রিগো অনুশীলন শেষ করেন মৃদু জ্বর ও গুরুতর ঠাণ্ডার উপসর্গ নিয়ে। সংক্রমণ এড়ানোর সর্বোচ্চ ব‍্যবস্থা নিয়েছে ক্লাব, তাতে স্কোয়াড থেকে ছিটকে গেছেন রদ্রিগো। যুব দলের ফুটবলারদের নিয়ে কেবল ১৯ জনের দল দিয়েছেন আনচেলত্তি। রদ্রিগোর আগেই ছিটকে গেছেন আন্টোনিও রুডিগার, ফেরলঁদ মঁদি, ডাভিড আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি কার্ভাহাল, এদের মিলিতাও। চোটের জন‍্য চলতি মৌসুম একাদশ সাজানো নিয়েই ভুগছেন রিয়াল কোচ। সেল্তার বিপক্ষে আরও একবার সেই চ‍্যালেঞ্জ নিতে হবে তাকে। ৩৩ ম‍্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রয়েছে গত আসরের চ‍্যাম্পিয়ন রিয়াল। সমান ম‍্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।
১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মায়ামি
দিন তিনেক আগে ঘরের মাঠে হেরে কনকাকাফের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। তখনই মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো মেজর লিগ সকারে (এমএলএস) মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই প্রতিযোগিতায় খেলতে নেমে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের গোলে বড় জয়ই পেল ফ্লোরিডার ক্লাবটি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ (রবিবার) ভোরে ইন্টার মায়ামি মুখোমুখি হয় নিউইয়র্ক রেড বুলসের। ম্যাচের প্রথমার্ধেই স্বাগতিকরা তিন দফা এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক। পরে মেসি স্কোরশিটে নাম তোলার পাশাপাশি মায়ামির ৪-১ গোলে বড় জয়ও নিশ্চিত করেন। আর্জেন্টাইন অধিনায়ক ও সুয়ারেজ ছাড়াও মায়ামির পক্ষে একটি করে গোল করেন ফাফা পিকোল্ট এবং মার্সেলো ওয়েগান্ডট।  নিউইয়র্কের ব্যবধান কমানো গোলটি আসে বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড ম্যাক্সিম চুপো-মোটিংয়ের পা থেকে। যদিও আরও কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি চুপো-মোটিংসহ তার সতীর্থরা। সুয়ারেজের বাড়ানো পাস ধরে নবম মিনিটেই মায়ামিকে লিড এনে দেন ফিকোল্ট। ৩০ মিনিটেই সেই ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। প্রথম গোলের যোগান দেওয়া উরুগুইয়ান তারকা নাম তোলেন ৩৯ মিনিটে। বিরতির আগেই তিন দফা গোল হজম করে ব্যাকফুটে চলে যায় নিউইয়র্ক রেড বুলস। তবে প্রধমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে তাদের ব্যবধান কমে চুপো মোটিংয়ের অবদানে। দ্বিতীয়ার্ধে মেসির গোলটি আসে ৬৭ মিনিটে। সতীর্থের সঙ্গে পাস চালাচালি করে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে ডজ দিয়ে ভাসানো বলে শট নেন আর্জেন্টাইন তারকা। স্বল্প দূরত্বের সেই জোরালো শট ঠেকানোর সুযোগ ছিল না রেড বুলস গোলরক্ষকের পক্ষে। এটি আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারে ৮৫৯তম গোল। এরপর দুই দলই চেষ্টা অব্যাহত রাখলেও, আর কেউই গোল পায়নি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মায়ামি। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এ ছাড়া সমান ২২ পয়েন্ট নিয়ে দুই-তিনে যথাক্রমে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাতি। 
মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তির সম্ভাব্য বিদায়ের গুঞ্জন
সময় যত গড়াচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তির সম্ভাব্য বিদায়ের গুঞ্জন ততই বাড়ছে। একই সঙ্গে তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও যেন বাড়ছে। তবে এসব নিয়ে একেবারেই নির্লিপ্ত অভিজ্ঞ এই কোচ। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরিষ্কার করে দিলেন, লা লিগা শেষের আগে অন্য কিছু নিয়ে কথা বলতে চান না তিনি। চলতি মৌসুমে কিছুদিন আগেও তিন শিরোপার সবগুলোর লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ১০ দিনের ব্যবধানে শেষ হয়ে গেছে দুইটি; চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে ভরাডুবির পর, গত সপ্তাহে কোপা দেল রের ফাইনালে তারা হেরে গেছে বার্সেলোনার কাছে। মূলত ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায়ের পরই সান্তিয়াগো বের্নাবেউয়ে আনচেলত্তির ভবিষ্যৎ নড়বড়ে হয়ে পড়ে। আর কোপা দেল রের শিরোপা হারানোর পর তার বিদায়ঘণ্টা বেজে গেছে বলেই মত অনেকের। চারিদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, লা লিগা মৌসুম শেষ হলেই আনচেলত্তিকে বিদায় জানিয়ে দেবে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে অবশ্য এখনও আছে আনচেলত্তির দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। শনিবার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বার্সেলোনা জিতে যাওয়ায় সেই ব্যবধান এখন ৭। ক্রমেই এখানেও পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে রিয়ালের জন্য। তাই শিরোপা জয়ের ক্ষীণ আশা টিকিয়ে রাখতে আজ রবিবার সেল্তা ভিগোর বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের জন্য। আনচেলত্তিও তাই আপাতত ক্লাবে তার ভবিষ্যৎ এবং ব্রাজিলে যাওয়া প্রসঙ্গে কোনো কথাই বলতে চাইলেন না। তিনি জানান, “আমি পরিষ্কার করতে পারি। এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়।” আগামী জুন-জুলাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগেই আনচেলত্তিকে রেয়াল কর্তৃপক্ষ বিদায় করে দিতে চায় বলে কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের খবর। এই প্রসঙ্গে পাল্টা প্রশ্নেও কিছু খোলাসা করলেন না মাদ্রিদের ক্লাবটিকে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অনেক শিরোপা জেতানো কোচ। আনচেলত্তি বলেন, “আগামী ২৫ মের পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।” পাঁচ রাউন্ড বাকি থাকতে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল মাদ্রিদ। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
ইসলামাবাদ ইউনাইটেডকে ছয় উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত জয় পেয়েছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। এই ম্যাচেও একাদশে ছিলেন না বাংলাদেশি পেসার নাহিদ রানা।  টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইসলামাবাদ ইউনাইটেড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সাহিবজাদা ফারহান (৩৫ বলে)। শেষ দিকে ১৭ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন ডারশুইস। শাদাব খান ৮ বলে করেন ১৫ রান। পেশোয়ারের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আলী, তিনটি উইকেট নেন তিনি। এছাড়া লুক উড, আলজারি জোসেফ, আহমেদ দানিয়েল, সাইম আইয়ুব ও হুসাইন তালাত একটি করে উইকেট নেন। ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পেশোয়ারের। মাত্র ১২ রানেই দুই ওপেনার মিচেল ওয়েন (২ বলে ৬) ও সাইম আইয়ুব (৩ বলে ১) ফিরে যান সাজঘরে। এরপর বাবর আজমের সাথে ব্যাট করতে নামেন মোহাম্মদ হারিস। তিনি ১২ বলে ১৩ রান করে আউট হয়ে গেলে মাঠে আসেন মাজ সাদাকাত। বাবর আজম ও মাজ সাদাকাত এরপর গড়েন ম্যাচের মোড় ঘোরানো জুটি। ধীরে ধীরে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তারা। শতরানের জুটি গড়ে ফেলেন দুজন। সাদাকাত তুলে নেন অর্ধশতকও। জয় থেকে মাত্র কয়েক রান দূরে থাকতে ৩৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। অবশেষে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় পেশোয়ার জালমি। ইসলামাবাদের হয়ে একটি করে উইকেট নেন রিলে মেরেডিথ, নাসিম শাহ, কাইল মেয়ার্স এবং বেন ডারশুইস।