logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
বাফুফে থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকী
১১৬ ‍উইকেট শিকার পাকিস্তানি পেসার হাসান আলি
গত বছরের মে মাসে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছেন পাকিস্তানি পেসার হাসান আলি। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া প্রতিযোগিতায় এখনও ছন্দ হারাননি ডানহাতি তিনি। গতকাল (শুক্রবার) তিনি ইতিহাস গড়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। টুর্নামেন্টটির ইতিহাসে এখন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হাসান। করাচি কিংসের এই পেসার কাল পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন। আর এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন এতদিন পর্যন্ত পিএসএলে উইকেটশিকারের তালিকায় শীর্ষে থাকা ওয়াহাব রিয়াজকে। তবে তার সমান ১১৩টি উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসান। নিজেদের গত ম্যাচে তিনি লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সেই কীর্তিতে ভাগ বসান। গতকাল ছাড়িয়ে যান সবাইকে। পিএসএলের সর্বোচ্চ ১১৬ ‍উইকেট শিকারের এই রেকর্ড গড়তে ৮৪টি ইনিংস খেলেছেন হাসান। অন্যদিকে ইতোমধ্যেই পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ওয়াহাব রিয়াজ ৮৭ ইনিংসে নেন ১১৩ উইকেট। এই তালিকায় যথাক্রমে আছেন শাহিন আফ্রিদি (৭৪ ম্যাচে ১০৮ উইকেট), শাদাব খান (৮৬ ম্যাচে ৯৭ উইকেট) ও ফাহিম আশরাফ (৭৩ ম্যাচে ৭৯ উইকেট)। 
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
১৬ বছর পর সেমিফাইনালে উঠেছে আর্সেনাল
এক বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার
পিএসজির বিরুদ্ধে অভিযোগ থামছে না এমবাপের
মোহামেদ সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি
অবশেষে মিশরীয় তারকা সালাহ ঘোষণা দিলেন, তিনি লিভারপুলেই থাকছেন। অথচ মৌসুম শেষে মোহামেদ সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। ফ্রি এজেন্টে সালাহ ক্লাব ছাড়ছেন এমন গুঞ্জনের মধ্যেই এই ঘোষণা দিলেন তিনি।  লিভারপুলের ওয়েবসাইটে ৩২ বছর বয়সী এই বাঁ-পায়ের উইঙ্গার বলেন, ‘এটা অসাধারণ মুহূর্ত। আমি অ্যানফিল্ডে ৮ বছর হলো খেলছি। এটা সম্ভবত ১০ বছর হতে চলেছে। এখানে আমি জীবন ও ফুটবল উপভোগ করছি।’ সালাহর বার্তাতে পরিষ্কার, অল রেডসদের সঙ্গে তিনি দুই বছরের চুক্তি নবায়ন করছেন। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকতে রাজি হয়েছেন তিনি। সালাহ রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন। চুক্তি নবায়ন করে খুশি বলেও জানিয়েছেন সালাহ, ‘ভক্তদের উদ্দেশ্যে বলবো, এখানে থাকতে পেরে আমি খুব খুবই খুশি। আমি এখানে চুক্তি করেছিলাম, কারণ বিশ্বাস ছিল আমরা অনেক শিরোপা জিতবো। আপনাদের সমর্থন থাকলে ভবিষ্যতে আরও শিরোপা আসবে এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’ সালাহ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে আছেন তারা। মৌসুম শেষে সালাহ, ফন ডাইক ও ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অরনাল্ডের লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল। এর মধ্যে সালাহর মতো ফন ডাইকও রেডস শিবিরে থেকে যাচ্ছেন বলে খবর। তবে ফ্রি এজেন্টে অ্যানফিল্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন অরনাল্ড।
এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন কানাডা জাতীয় দলের সামিত
আগেই জানা গিয়েছিল কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের আগ্রহ রয়েছে দেশের জার্সিতে খেলার। তারপর বাফুফে যোগাযোগ করে তার সঙ্গে। জানতে চায়, তিনি লাল-সবুজ জার্সিতে খেলতে চান কিনা। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সপ্তাহ দুয়েক সময় নিয়েছিলেন কানাডা যুব ও জাতীয় দলে খেলা এই ফুটবলার। শুক্রবার সামিত বাফুফেকে জানায়েছেন, তিনি খেলতে চান। সামিত রাজি হওয়ায় বাফুফে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। রোববার থেকে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করবে বাফুফে। বাফুফে’র সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সামিত আমাদের জানিয়েছে, সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কতদিন লাগবে এসব জানতে চেয়েছে সে।’ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন। সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে।  ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভুত সামিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না, মনে করছে বাফুফে। তবে সামিত কানাডার জাতীয় দলের হয়ে খেলায় ফিফা’র অনুমতির ব্যাপারও আছে। দেখা যাক, শেষ পর্যন্ত জটিলতা ছাড়াই সব ঠিকঠাক হয় কিনা। যদি হয়, তবে হামজা চৌধুরীর সঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে আরেক প্রবাসী ফুটবলারকে। জামাল ভূঁইয়া, তারিক কাজীরা আগেই এসেছেন। এবার হামজার পর সামিত, বাংলাদেশের ফুটবলে যা বসন্তের সুবাতাস বইয়ে আনবে বলেই আশা সমর্থকদের।
রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। প্রথম উইকেট ৩৮ রানের জুটি গড়ে। তবে বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনার ঘূর্ণিতে মুহূর্তের মধ্যেই দিশাহারা হয়ে পড়ে প্রতিপক্ষরা। দুজনের স্পিনবিষে ৯৩ রানেই অলআউট হয়। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন চানিদা সুত্তিরুয়াং। প্রতিপক্ষের উইকেট দুজনে ভাগাভাগি করে নেন।  এতে প্রথমবারের মতো ক্যারিয়ারে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ফাহিমা ও সুমনা। অফস্পিনার সুমনার ৭ রানের বিপরীতে ২১ রান খরচ করেছেন লেগস্পিনার ফাহিমা। ফাহিমার আগের ক্যারিয়ারসেরা বোলিং ছিল ৩৮ রানে ৩ উইকেট। অন্যদিকে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নেমে আজই প্রথমবারের মতো উইকেটও পেয়েছেন ৭ বছর পর এই সংস্করণে ম্যাচ খেলতে নামা সুমনা। ফাহিমা-সুমনার কীর্তির আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। সেটিও আবার রেকর্ড গড়ে। ৭৮ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি পাওয়া ফারজানা হক পিংকির। ২০২৩ সালে ১৫৬ বলে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৮০ বলে ১০১ রানের ইনিংসটি সাজান ১৫ চার ও ১ ছক্কায়।  জ্যোতি সেঞ্চুরি পেলেও ৬ রানের আক্ষেপ থেকে গেছে শারমিনের। ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি তার। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ৫৩ রানের ইনিংস খেলেছেন ফারজানাও। এতে জ্যোতির সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আগের সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২৪ সালে মিরপুরে ৪ উইকেটে ২৫২ রান করেছিল বাংলাদেশ।
জ্যোতির সেঞ্চুরিতে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি ও শারমিন আক্তারের ৯৪ রানের অপরাজিত ইনিংসে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের পুঁজি গড়েছে টাইগ্রেসরা। বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের ইশমা তানজিমের উইকেট শিকার করেন থাইল্যান্ডের অন্নিচা কামচমফু। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন আরেক ওপেনার ফারজানা হক ও শারমিন আক্তার। ব্যক্তিগত ইনিংসে ৮২ বলে ৫৩ রান করে ফারজানা বিদায় নিলে ভাঙে দুজনের ১০৪ রানের জুটি। পরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে জুটি গড়েন শারমিন। তৃতীয় উইকেটে তারা দুজনে ১৫২ রানের জুটি গড়েন। ২৭১ রানে ইনিংসের শেষ বলে তৃতীয় উইকেটের পতন ঘটে জ্যোতি মাত্র ৮০ বলে ১০১ রান করে বিদায় নিলে। বিধ্বংসী যে ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্কা। এছাড়া ১২৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন শারমিন, তিনি হাঁকান ১১টি চার। এর আগে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৫২ রান। গত নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সংগ্রহ তোলেন তারা। এছাড়া এ নিয়ে তৃতীয়বার ওয়ানডেতে আড়াইশ রানের কীর্তি গড়ল বাংলাদেশ নারী দল।
লেভানডস্কির জোড়া গোলে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারাল বার্সা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে কোনো পাত্তাই দিলো না বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভানডস্কি।  বুধবার রাতে প্রথম থেকেই আধিপত্য ধরে রেখে খেলেছে বার্সা। ২৫তম মিনিটে রাফিনহার গোলে লিড নেয় তারা।  বিরতির পর গোলের নেশায় মরিয়া হয়ে খেলতে থাকে বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রাফিনহার অ্যাসিস্টে সাবেক ক্লাবের জালে বল জড়ান লেভানডস্কি। ৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল। ২০১৯ সালের পর এবার প্রথম সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এ নিয়ে তারা অপরাজিত থাকলো ২৩ ম্যাচ। ম্যাচ শেষে চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানডস্কি বলেছেন, আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। সেখানেও (জার্মানি) আমরা তেমনই চাই এবং আমরাই জিতব। তবে সতর্ক করে কোচ ফ্লিক বলেন, কেউই জানে না কী হতে পারে, ফুটবল অদ্ভুত একটা খেলা। আজকের মতো খেলতে হবে আমাদের।
বিকেএসপিতে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল
প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে তামিম ইকবালের ঘটনার রেশ না কাটতে এবার বিকেএসপিতে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল।  আজ বুধবার বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করার সময় অস্বস্তি নিয়ে উঠে যান তিনি। এ নিয়ে ম্যাচ রেফারি দেবব্রত পাল প্রথম আলোকে বলেছেন, ‘মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন। পরে আর মাঠে নামেননি। তাঁর পরিবর্তে রিজার্ভ আম্পায়ার এখন দায়িত্ব পালন করছে।’ আম্পায়ার্স কমিটিতে খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ বোধ করায় বিকেএসপির হাসপাতালে গিয়েছেন গাজী সোহেল। এরপর সেখানে তার প্রেশার ও পালস চেক করা হয়। প্রেশার ঠিক থাকলেও পালস একটু বেড়ে যাওয়াতেই অসুস্থ বোধ করছিলেন তিনি। এখন ভালো আছেন গাজী সোহেল। আন্তর্জাতিক ম্যাচেও নিয়মিত আম্পায়ারিং করতে দেখা যায় গাজী সোহেলকে। এখন পর্যন্ত ৮ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের ওপেনার তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয় তামিমকে। এখন কিছুটা স্বভাবিক হয়ে বর্তমানে চেকআপের জন্য আছেন সিঙ্গাপুরে।
2Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '0' for key 'news_id'