সুনামগঞ্জে যাদুকাটা থেকে অবৈধভাবে বালু তোলায় ছয়জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, অবৈধ বালু উত্তোলন রোধে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যাদুকাটা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালুভর্তি নৌকাসহ ছয়জনকে আটক করা হয়।
ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে একটি বালুবোঝাই ট্রলার জব্দসহ চারজনকে আটক করা হয়। পরে তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই রাতে দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসানের নেতৃত্বে অন্য আরেকটি অভিযানে যাদুকাটা নদীর তীর থেকে মাটি কাটার দায়ে দুইজনকে আটক করা হয় এবং তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সুনামগঞ্জের সবচেয়ে বড় দুটি বালুমহাল রয়েছে। মামলা-সংক্রান্ত জটিলতার কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর চলতি মাসে আবার বালু উত্তোলন শুরু হয়। তবে শুরুতেই লাউড়েরগড় সীমান্ত এলাকায় ইজারার বাইরে একটি পক্ষ অবৈধভাবে বালু তোলায় জড়িত হয়ে পড়ে। ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সেখানে বালু লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং ইজারাদার মিলিয়ে তিনটি মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন