logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

“আমরা আশায় ও আনন্দে জাগি, কিন্তু ঘুমোতে যাই দুঃখ ও হতাশা নিয়ে”

অনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৫, ১৯:২৫
ছবি: ইন্টারনেট

ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্টের চলমান সফরের মধ্যেও গাজার মানুষ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আশাবাদী হতে পারছেন না।

গাজার বাসিন্দা আদহাম আল-সাইয়েদ আল জাজিরার হানি মাহমুদের সঙ্গে কথা বলার সময় বলেন, “আমি যুক্তরাষ্ট্র বা রাজনীতি নিয়ে মোটেও ভাবি না। আমার চিন্তা কেবল কিভাবে ঘরে খাবার জোগাড় করব এবং শান্তিতে স্বাভাবিক জীবন যাপন করব—এই নিয়েই।”

আরেক বাসিন্দা, জুহদি আবু শারিয়া, জানান যে গাজায় এখন কেউই আশাবাদী নয়। “প্রতিটি দিন এক রোলারকোস্টারের মতো,” তিনি বলেন। “সকালে এক রকম খবর শুনি, সন্ধ্যায় তার উল্টোটা। আমরা আশায় ও আনন্দে জাগি, কিন্তু ঘুমোতে যাই দুঃখ ও হতাশা নিয়ে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12