logo
  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের
নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা, উপজেলা পর্যায়ের ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।    ভুক্তভোগীদের নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে ঢাকাসহ সারাদেশের ৩৬টি জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়ে একসঙ্গে এই অভিযান পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। যে ৩৬টি এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মোড়েলগঞ্জ, বাগেরহাট; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুলাদী, বরিশাল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ, বগুড়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলনগর, লক্ষ্মীপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রামু, কক্সবাজার; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আনোয়ারা, চট্টগ্রাম উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কেরানীগঞ্জ, ঢাকা; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া, গোপালগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ, মৌলভীবাজার; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাঘারপাড়া, যশোর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শ্রীপুর, মাগুরা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, খুলনা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উলিপুর, কুড়িগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জাজিরা, শরীয়তপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ত্রিশাল, ময়মনসিংহ উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বন্দর, নারায়ণগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কবিরহাট, নোয়াখালী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নওগাঁ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তাড়াশ, সিরাজগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পটুয়াখালী সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাজিরপুর, পিরোজপুর; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফুলছড়ি, গাইবান্ধা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ভুঞাপুর, টাঙ্গাইল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তেঁতুলিয়া, পঞ্চগড়; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জামালপুর এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাই, রাঙ্গামাটি।
মেরাদিয়া বাজারে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা
পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা
সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ জন হজযাত্রী
পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৯ ও ১৮৩০ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার। এর আগে মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স কমে ৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৭ পয়েন্টে অবস্থান করে। অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৮১৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দর।
শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৫
‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৫।  রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়ে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্যকে পদক (বিপিএম-পিপিএম) প্রদান করবেন। এবারের পুলিশ সপ্তাহ চার দিনব্যাপী চলবে এবং আগামী শুক্রবার (২ মে) অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। অন্যান্যবারের তুলনায় এবারের আয়োজন অনেক বেশি অনাড়ম্বর রাখা হয়েছে। মূলত আনুষ্ঠানিকতার বাইরে কার্যকর পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কর্মশালা, সম্মেলন ও প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম সাজানো হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজারবাগ পুলিশ লাইনস্ অডিটরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিকালে প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে কর্মপরিকল্পনার ওপর কর্মশালা এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রেজেন্টেশন হবে।
চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হবে কাল
চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দু’মাস জাটকা রক্ষা অভিযানে সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হবে ৩০ এপ্রিল বুধবার রাত ১২টায়। সেজন্য নদীতে মাছ আহরনের জন্য জেলেরা প্রস্তুতি নিচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নৌ সীমানায় ৪৪ হাজার ৩৫জন নিবন্ধিত জেলেরা ৩০ এপ্রিল বুধবার মধ্যরাতে ইলিশ আহরণ করতে নামবে। তবে জাটকা রক্ষায় সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তা জেলেরা সফলভাবে বাস্তাবায়ন করেছে। জেলা টাস্কফোর্সের দাবি জাটকা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত ছিল। সরেজমিনে সদর উপজেলার আনন্দ বাজার, রনাগোয়াল, দোকানঘর এলাকায় গিয়ে দেখা গেছে, জাল ও নৌকা মেরামত কাজে জেলেরা ব্যস্ত সময় পার করছেন। শাহাজান মাঝী, আনোয়ার মাল বলেন, সরকার জাটকা না ধরার জন্য যে অভিযান দেয় আমরা তা মানি। তবে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর এলাকার কিছু অসাধু জেলে এসে অধিকাংশ সময় জাটকা ধরে নিয়ে যায়। যে কারণে অভিযান শেষে নদীতে নেমে আমরা কোন মাছ পাইনা। আমরা ঋণ করে নতুন জাল ও  নৌকা মেরামত করে নদীতে নেমে মাছ না পেলে খুবই খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। আর নিষেধাজ্ঞার সময় আমাদের যে পরিমাণ খাদ্য সহায়তা দেয়া হয়, তা দিয়ে কিছুই হয় না। এখনকার বাজারের যে অবস্থা, জিনিসপত্রের দাম অনেক বেশি, সন্তানদের পড়া-লেখার খরচ চালানো আমাদের জন্য অসম্ভব।  ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকার যে অভিযান দেয়, তা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করি। আইন-শৃঙ্খলা বাহিনী নৌ পুলিশকে আরো কঠোর হওয়া দরকার। তাহলে কোন জেলেই নদীতে নামতে পারবে না। আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে বসে থাকি। আথচ বাহির থেকে অসাধু জেলেরা এসে জাটকা ধরে নিয়ে যায়। এভাবে অভিযান দিলে সরকারের লক্ষ সফল হবে না। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার দু’মাসের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সর্বাত্মক চেষ্টা অব্যাহত ছিলো। অভিযানকালে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জনপতি ৪০ কেজি করে ৪ কিস্তিতে মোট ১৬০ কেজি চাল সঠিক সময়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তবে ইলিশ সম্পদ রক্ষা প্রকল্প থেকে দ্রুতগামী ১০টি স্পিড বোট বরাদ্ধ থাকায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও জেলা টাস্কফোর্সের অনবরত যৌথ অভিযানে জেলেরা নদীতে নামার তেমন সুযোগ পায়নি। ফলে নদীতে এবার জাটকা তথা ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। তাছাড়া অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে। এবারে অভিযানে, ৩৮টি মোবাইল কোর্ট, ৭শ ৯৫টি অভিযান, ১৫ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা, প্রায় ১০.৮৯৫ লক্ষ মিটার কারেন্টাজাল জব্দ ও ৬.৪৬৩ মেট্রিক টন জাটকা আটক করে গরিব-দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। আর জরিমানা আদায় করা হয়েছে ৩ লক্ষ ৫শ ৫ টাকা।
গতকাল দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন
গতকাল দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও শরীয়তপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। কুমিল্লায় প্রাণ গেছে ৫ জনের। বরুড়ায় স্কুল মাঠে দুই ছাত্র, মুরাদনগরে কৃষিজমিতে দুই কৃষক এবং দেবিদ্বারে এক স্কুলছাত্রী মারা যায় বজ্রপাতে। কিশোরগঞ্জে তিনজন নিহত হয়েছেন হাওরের তিনটি পৃথক স্থানে। নেত্রকোনায় প্রাণ গেছে এক শিশু ও এক মাদরাসা শিক্ষকের। হবিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন এক শ্রমিক। সুনামগঞ্জে মারা গেছেন এক কলেজছাত্র, চাঁদপুরে এক কৃষাণি, মৌলভীবাজারে এক চা-শ্রমিক, ব্রাহ্মণবাড়িয়ায় এক কৃষক এবং শরীয়তপুরে এক নারী প্রাণ হারিয়েছেন বজ্রপাতে। এদিকে, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলজুড়ে নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাপপ্রবাহের মাঝে ঢাকাসহ বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, তারপর বাড়তে পারে তাপমাত্রা। বজ্রপাতের সময় খোলা মাঠ ও জলাধার থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।  
এনসিপি প্রবাসী অ্যালায়েন্সে’র প্রস্তুতি কমিটি গঠন
জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। রবিবার (২৭ এপ্রিল) রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে’র নিম্নোক্ত প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটি কো-অর্ডিনেটর করা হয় দিলশানা পারুলকে। প্রস্তুতি কমিটির এশিয়া প্রতিনিধি ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী ও জুবায়ের আহমেদ, মধ্যপ্রাচ্য প্রতিনিধি সাইফ সারোয়ার ও ডক্টর মনির উদ্দিন আহমেদ, মালয়েশিয়া প্রতিনিধি আনামুল হক ও আলমগীর আকাশ, ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী ও মারজুক আহমেদ, যুক্তরাজ্য প্রতিনিধি নুরুল হুদা ও ইমা ইসলাম, যুক্তরাষ্ট্র প্রতিনিধি তারিক আদনান মুন ও তাওহিদ তানজিম, কানাডা প্রতিনিধি মুনতাসির মামুন ও নাহিদ ইসলাম, অস্ট্রেলিয়া প্রতিনিধি সালওয়া শামস ও উল্লাশ জায়েদ, কেন্দ্রীয় প্রতিনিধি তাসনিম জারা, এহতেশামুল হক ও মাহাবুব আলম প্রমুখ।
বদলি নীতিমালায় বৈষম্য দূর ও অধিদপ্তর নির্বিশেষে বদলির সুযোগ চায় NTRCA শিক্ষকরা
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৪ প্রকাশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন NTRCA সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকরা। তবে নীতিমালায় বিদ্যমান কিছু বৈষম্য দূর করে বদলির সুযোগ আরও সম্প্রসারিত করার দাবি জানিয়েছেন তারা। শিক্ষকরা জানান, বর্তমান নীতিমালায় শুধু নিজ নিজ অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে বদলির সুযোগ রাখা হয়েছে, যা চরম বৈষম্য সৃষ্টি করবে। তাদের দাবি, সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষকদের মধ্যে সমপদ ও সমস্কেলে অধিদপ্তর নির্বিশেষে বদলি চালু করতে হবে। তারা বলেন, পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী যে কোন অধিদপ্তরের প্রতিষ্ঠানে বদলির সুযোগ ছিল, যা বর্তমানে বন্ধ। এর ফলে অনেক শিক্ষক বাড়ির কাছাকাছি থাকলেও বদলি হতে পারছেন না। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় স্কুল-কলেজের সংখ্যা বেশি হওয়ায় মাদ্রাসা ও কারিগরি সাধারণ শিক্ষকদের জন্য এ নীতিমালা বৈষম্য তৈরি করছে। শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির মধ্যে সমপদ/সমস্কেলে বদলির সুযোগ নিশ্চিত করা। বদলির ক্ষেত্রে অধিদপ্তর নির্বিশেষে আবেদনের ব্যবস্থা চালু করা। বদলির ক্ষেত্রে কোটা না রেখে দূরত্ব, মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে আবেদন বিবেচনা করা। ইনডেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে বদলির ব্যবস্থা চালু করা। আবেদন ফি ১,০০০ টাকা বা তার বেশি নির্ধারণ করে সরকারি রাজস্ব বৃদ্ধি করা। বদলি নীতিমালার ৩.১৬ ধারা সংশোধন করে শূন্যপদের ৪০% বদলির জন্য বরাদ্দ রাখা। তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা মন্ত্রণালয় দ্রুত এ যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে নীতিমালা সংশোধন করবে, যাতে করে শিক্ষকদের কর্মস্থল নির্বাচনে ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত হয় এবং শিক্ষক সংকট দূর করা সম্ভব হয়।