logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ ২১৩/৭

অনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৫, ১৭:৫৫

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার শেষে ২১৩ রানে থেমেছে বাংলাদেশ।

ইনিংসের শুরুর দিকে রান তুলতে হিমশিম খায় টাইগাররা। তবে ওপেনার সৌম্য সরকার ধৈর্য ধরে খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। তিনি ৮৯ বল মোকাবেলায় করেন ৪৫ রান, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। অন্য প্রান্তে মেহেদী হাসান মিরাজ ইনিংসকে ধরে রাখেন। তিনি ৫৮ বলে শান্ত ও সংগ্রামী ব্যাটিংয়ে করেন অপরাজিত ৩২ রান।

কিন্তু ইনিংসের আসল উত্তেজনা আসে শেষ দিকে রিশাদ হোসেনের ব্যাট থেকে। মাত্র ১৪ বলে বিধ্বংসী ৩৯ রানের ঝড় তোলেন এই তরুণ অলরাউন্ডার। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৩টি চার, যা দলকে ২০০ রানের গণ্ডি পেরোতে বড় ভূমিকা রাখে।

নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২১৩/৭। এখন ম্যাচে চোখ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের দিকে—এই সংগ্রহ টাইগারদের জয়ের জন্য কতটা যথেষ্ট হয় তা দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12