logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে ইবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ 

নিজস্ব প্রতিবেদক

  ২১ অক্টোবর ২০২৫, ১৮:৩২
ছবি : জাগতিক

দুইদিনব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় নারী শিক্ষার্থীদের নিয়ে এই উৎসবের আয়োজন করে তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে নারী শিক্ষার্থীদের মাঝে কল্যাণমূলক নানান কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থা। নবীনবরণ, কুরআন বিতরণ ও প্রশিক্ষণ, সিরাত উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ইফতার মাহফিল, ফল উৎসব, পিঠা উৎসবসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন আয়োজন করে আসলেও প্রকাশ্যে এই প্রথম বলে জানান আয়োজক ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ।

এদিকে ছাত্রীসংস্থার আজকের মেহেদী উৎসবের অন্যান্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী উৎসব অংশগ্রহণ করে উচ্ছ্বাসিত নারী শিক্ষার্থীরা ব্যাক্ত করেছেন আনন্দদায়ক নানান অনুভূতি।

ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিমা খান বলেন, “ছাত্রীসংস্থার উদ্যোগে আয়োজিত এমন সুন্দর একটি উৎসবে এসে আমার খুব ভালো লাগছে। সব মেয়েরা এসে মেহেন্দি পরছে, একে অপরকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। ব্যাপারটা খুবই উপভোগ্য। এর মাধ্যমে আমাদের মেয়েদের মধ্যে বন্ধুত্ব-বন্ডিংটা আরও স্ট্রং হবে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতির চর্চাগুলোও আরও ভালোভাবে প্রচার হবে। ছাত্রীসংস্থার উদ্যোগে যে এমন একটা আয়োজন হতে পারে, এটা আমি প্রথম দেখলাম।

ছাত্রীসংস্থা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, আমি জানতাম, পর্দা মেইনটেইন করে এবং ইসলামিক বই পড়ে। সেখানে চাইলেই যে কেউ অন্তর্ভুক্ত হতে পারে না। তারপরেও যে তারা এই আয়োজনের মাধ্যমে সবাইকে অন্তর্ভুক্ত করছে, যেখানে কোনো ধর্ম নাই, যে কোনো ধর্মের মানুষ এসে এখানে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারছে এটা খুবই ভালো, আমার খুব ভালো লাগছে।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেক শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, “আজকে ইসলামী ছাত্রীসংস্থা আয়োজিত মেহেদী উৎসবে অংশগ্রহণ করেছি এবং আমার খুবই ভালো লাগছে যে সবাই মিলে মেহেদী পড়তে পেরেছি। আমি আশা করব যে তারা ভবিষ্যতেও এই সংস্থা থেকে আরও সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দেবে, ইনশাআল্লাহ।"

ছাত্রীসংস্থার ইবি শাখা সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা, ইবি শাখার উদ্যোগে সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে মাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদি উৎসব সহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থা। বিগত ফ্যাসিস্ট আমলে এ ধরনের আয়োজনে বিস্তৃত পরিসরে ছাত্রী সম্পৃক্ততা আনা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রম গুলো করার চেষ্টা করছি এবং সামনের দিন গুলোতেও এ ধরনের কার্যক্রম গুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এর মাধ্যমে সকল ছাত্রীবোনদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নিষেধাজ্ঞা না মেনে হল পুকুরে গোসল : ডুবে যাওয়ার উপক্রম ইবির দুই শিক্ষার্থী
12