আজ মিরপুরে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
এই সিরিজে র্যাংকিং পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উভয় দলই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। ইতিহাস বলছে, দুই দলের পারফরম্যান্স প্রায় সমান — এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ছয়টি করে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
দুই দল এর আগে ৪৭টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২৪টি ম্যাচ, বাংলাদেশ জিতেছে ২১টি, আর দুটি ম্যাচ ফলহীন থেকেছে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সামান্য এগিয়ে থাকার রেকর্ড আছে। এখানে তারা ১০ ম্যাচে ছয়টি জিতেছে, হেরেছে চারটিতে।
বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের কেবল শাই হোপ ও রস্টন চেজই আগে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছেন।
আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে উন্মুখ। টানা পাঁচ ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার ঘরের মাঠে জয় ফিরিয়ে আনাই টাইগারদের মূল লক্ষ্য।
গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ১৪টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে মাত্র দুটি জিতেছে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ দলটির জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন