logo
  • রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প
হৃদরোগে না ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা
‘পুষ্পা’ ও ‘কেজিএফ’ ছবির ব্যাপক ব্যবসা হওয়া নিয়ে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন
উত্তর ভারতে ‘পুষ্পা’ ও ‘কেজিএফ’ ছবির ব্যাপক ব্যবসা হওয়া নিয়ে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। তার মতে, সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে কারণ সেখানকার মানুষ বড়পর্দায় রঙচড়ানো (অতিরঞ্জিত) নায়কদের দেখতে চায়।  শুক্রবার এক প্রতিক্রিয়ায় নাগার্জুন বলেন, ‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের শ্রমিক থেকে চোরাচালানকারী পুষ্পরাজের মতো চরিত্রটি বিহার, পাঞ্জাব এবং উত্তর প্রদেশের মতো জায়গাগুলোতে দর্শকদের জন্য স্বস্তির শ্বাস নিয়ে এসেছিল এবং সেই কারণেই ছবিটি মূল সংস্করণের চেয়ে হিন্দি ভাষায় বেশি আয় করেছে। তিনি বলেন, পুষ্পা দুটি ছবিই তেলেগুর তুলনায় উত্তরাঞ্চলে বেশি আয় করেছে। এর আগে আমরা তেলেগুতে একই ধরণের গল্প দেখেছি এবং এটি আমাদের জন্য নতুন কিছু ছিল না। যেখানে উত্তরাঞ্চলে, বিহার, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে, তারা ‘কেজিএফ’ বা ‘বাহুবলী’ থেকে পুষ্পা বা যশের রকির মতো নায়কদের দেখতে চেয়েছিল। নাগার্জুন আরও বলেন, তারা এরকম নায়কদের দেখতে চেয়েছিল। তারা জীবনের চেয়েও বড় নায়কদের দেখতে চেয়েছিল। ভারতীয় মানুষের জন্য দৈনন্দিন জীবনযাপন করা খুবই কঠিন। আর যখন তারা সিনেমা দেখে মানসিক চাপ কাটিয়ে উঠতে চায় তখন তারা পর্দায় জাদু দেখতে চায়।
পরিচালক সৃজিত মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
শ্রীলীলার সঙ্গে প্রেম করছেন কার্তিক?
উর্বশী নিজেকে শাহরুখ খানের সাথে তুলনা করে
মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ
‘জংলি’ রিমেক করতে চায় মালয়ালাম-তেলেগু ইন্ডাস্ট্রি
 এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জংলি’ সিনেমা। সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই ছবিটি দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়িয়েছে। প্রেক্ষাগৃহেও ‘জংলি’র বেশিরভাগ শো হাউজফুল যাচ্ছে। এমন অবস্থায় জংলি সিনেমার রিমেক স্বত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি। তিনি জানান, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রডাকশন হাউস ‘জংলি’ সিনেমাটির রিমেক স্বত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, চলতি সপ্তাহের মধ্যে চুক্তিসংক্রান্ত সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানিয়েছেন এই প্রযোজক।
সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন!
শ্রীলঙ্কান ক্রিকেট তারকা কুমার সাঙ্গকারার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মালাইকা অরোরার। এই নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তার পাশে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা। এসময় রাজস্থানের জার্সি গায়ে দেখা যায় নায়িকাকে। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দু’জনে কী প্রেম করছেন? কারণ সাঙ্গাকারার দলের পক্ষ হয়ে গলা ফাঁটাতেও দেখা যায় অভিনেত্রীকে। যেটা নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। এর মধ্যেই অর্জুনের শেয়ার করা এক পোস্টে নতুন করে জল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে। 
রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয়
বলিউডে এখন চর্চার কেন্দ্রে ভাইজান সালমান খান। আসছে ঈদে তার নতুন ছবি ‘সিকান্দার’। যেখানে নায়কের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।   ৫৯ বছরের সালমানের সঙ্গে ২৮ বছরের রাশমিকার রোম্যান্স নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। বয়সের এই বিস্তর পার্থক্য নিয়ে যদিও নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা।   এমন আবহে এক ফ্রেমে ধরা দিলেন সালমান খান, আমির খান এবং ‘সিকান্দর’-এর পরিচালক এ আর মুরুগাদোস। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ছবির প্রসঙ্গেই তিনজনে বসে আড্ডা দিচ্ছেন। সেখানেই রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ হন সালমান।রাশমিকার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ সালমান। আমিরকে তিনি বলেন, রাশমিকা নাকি তার যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তার কথায়, ‘রাশমিকা আমাকে আমার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমারও মনে হয়- ও ভীষণ পরিশ্রমী। ওর কাজ দেখে আমি মুগ্ধ হই। দারুণ, দারুণৃ।’এদিকে ‘সিকান্দর’-এর ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সালমান ও রাশমিকার বয়সের ফারাক ও ট্রোলিং প্রসঙ্গে নায়ককে প্রশ্ন করেন। উত্তরে কিছুটা বিরক্ত হয়েই তিনি বলেন, ‘৩১ বছরের পার্থক্য নিয়ে সবাই কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি আপত্তি না থাকে, তাহলে আপনাদের এত সমস্যা কেন ভাই? যখন ওর বিয়ে হবে, সন্তান হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। স্বামীর অনুমতিও ঠিক পেয়ে যাব, চিন্তা নেই!’
পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ ঢাকায় গান গাইতে আসছেন
  ঢাকায় আসছেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক মুস্তাফা জাহিদ! আগামী ১১ এপ্রিল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার ‘মেলোডি আনলিশড’ কনসার্ট। এই আয়োজনে তার হৃদয়স্পর্শী গান ও শক্তিশালী কণ্ঠে দর্শকরা উপভোগ করবেন এক অনন্য সন্ধ্যা। মুস্তাফা জাহিদ, যিনি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন, রক ব্যান্ড ‘জুনুন’-এর সাবেক প্রধান গায়ক আলি আজমতের ভাগ্নে। ২০০৭ সালে তার দুটি গান হিন্দি সিনেমা ‘আওয়ারাপানে’ ব্যবহার হয়, যা তাকে বলিউডে পরিচিতি এনে দেয়। এর পর থেকে তিনি ‘আশিকী ২’ ও ‘এক ভিলেন’ সিনেমায় প্লেব্যাক করেছেন, যা তার জনপ্রিয়তার আরও বিস্তার ঘটিয়েছে। এটি পাকিস্তানি শিল্পীদের জন্য ঢাকায় বছরভর বেড়েছে কনসার্টের আয়োজন। গত বছর থেকেই পাকিস্তানি শিল্পীরা ঢাকায় কনসার্ট করছেন, এবং আগামী ২ মে ইউনাইটেড কনভেনশন সেন্টারে 'আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা' কনসার্টেও অংশ নেবেন জুনুনের শিল্পী আলী আজমত। এবারের কনসার্টে মুস্তাফা জাহিদের গানে ঢাকার দর্শকরা চমৎকার একটি সাংস্কৃতিক অভিজ্ঞতার সাক্ষী হবেন।
বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঐশ্বরিয়া রায়
  বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। বুধবার মুম্বাইয়ের রাস্তায় তার গাড়িতে পেছন থেকে ধাক্কা মেরেছে একটি বাস, যা মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করে। মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস ঐশ্বরিয়ার টয়োটা ভেলফায়ার মডেলের গাড়িতে ধাক্কা দেয়, এবং দুর্ঘটনার পর রাস্তায় ভিড় জমে যায়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়ার দেহরক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। তবে, অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঐশ্বরিয়া গাড়িতে উপস্থিত ছিলেন না। কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এই খবর শোনার পর ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উন্মোচন
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের অবসান ঘটেছে প্রায় পাঁচ বছর পর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে তারা নিশ্চিত করেছে যে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকেই গোটা ভারত উত্তাল ছিল। তার মৃত্যুর পেছনে খুন বা অন্য কোনো রহস্য থাকার নানা গুঞ্জন ছিল। এ ঘটনার তদন্ত শুরু হয় সিবিআইয়ের মাধ্যমে, এবং বিভিন্ন সময়ে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের সময় মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ এবং কালাজাদুর অভিযোগও উঠেছিল। সুশান্তের পরিবার দাবি করেছিল, তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। তবে সিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সুশান্তের মৃত্যু ছিল আত্মহত্যা, এবং তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। এর পাশাপাশি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS)-এর ফরেনসিক টিমও জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি, বরং আত্মহত্যাই তার মৃত্যুর কারণ ছিল। তদন্তে সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা এবং দুটি মোবাইল ফোন থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। ফলে, দীর্ঘ চার বছর ধরে চলা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্যের অবসান ঘটলো, এবং তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যাকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হলো।  
২০২৬ সালের দিকে মুক্তি / ‘কৃশ ৪’ সিনেমার বাজেট জটিলতায় সিনেমার কাজ পেছানোর শঙ্কা
হৃতিক রোশান ও রাকেশ রোশানের ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’ ভারতের জনপ্রিয় হিন্দি সিনেমাগুলোর মধ্যে অন্যতম । এই ফ্র্যাঞ্চাইজির সিনেমা হৃত্বিক রোশান অভিনীত ‘কৃশ ৪’ আসছে বলে শোনা যাচ্ছিল বেশ কয়েক বছর ধরে। তবে বাজেট জটিলতায় সিনেমাটি হোঁচট খেতে চলেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গেল বছর এই সিনেমার পরিচালক রাকেশ রোশান জানিয়েছিলেন ‘কৃশ ৪’ এর কাজ হবে এই বছরেই। কিন্তু বছর না ঘুরতেই সেই কথা রাখতে পারছেন না তিনি। রাকেশ সিনেমার জন্য বাজেট ধরেছেন ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসছেন প্রযোজকেরা। কোনো প্রযোজনা সংস্থা বিপুল পরিমাণ টাকা খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি নয়। 'কৃশ' ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে। প্রথমটি সাড়া তোলা ‘কোই মিল গ্যায়া’; এরপর ২০০৬ সালে ‘কৃশ’ ও ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। তিনটি সিনেমাই বক্স অফিসকে সন্তুষ্ট করেছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। আনন্দ ও হৃত্বিক দুজনে অনেকদিনের বন্ধু । হৃত্বিক প্রথমে আনন্দকে দায়িত্ব দিয়েছিলেন কোনো স্টুডিওর সঙ্গে চুক্তি করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন শোনা যাচ্ছে, আনন্দ ও তার প্রযোজনা প্রতিষ্ঠান মারফিক্স এ সিনেমার সঙ্গে যুক্ত থাকছে না। হৃতিক এবং রাকেশ ব্যক্তিগতভাবে বিভিন্ন স্টুডিওর সাথে কথা বলে একটি ভালো চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন ‘কৃশ ৪’ ফিল্মক্রাফট এবং অন্য একটি বড় স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হতে পারে। আগে বলা হয়েছিল, চলতি বছরের শেষের দিকে ‘কৃশ ৪’ এর কাজ শুরু হবে। এখন ধারণা করা হচ্ছে, সিনেমার কাজ পেছাবে ২০২৬ সাল নাগাদ।
2Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '0' for key 'news_id'