logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ১০ জন নিহত, যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ২০:১৬

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আফগানিস্তান অভিযোগ করছে, এই হামলার মাধ্যমে পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।

শুক্রবার রাতে সীমান্তবর্তী এলাকায় এ হামলা চালানো হয়। মাত্র দুই দিন আগে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তার আগের এক সপ্তাহজুড়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে বহু সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়।

এক তালেবান কর্মকর্তা জানান, পাকিস্তান তিনটি স্থানে বোমা বর্ষণ করেছে এবং আফগানিস্তান পাল্টা জবাব দেবে। হামলার পর দুই দেশের মধ্যে সংকট নিরসনে দোহায় বৈঠক ডাকা হয়েছে। আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে আফগানিস্তানের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। পাকিস্তানের পক্ষে আলোচনায় অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান আসিম মালিক।

সর্বশেষ হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটারসহ আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। প্রতিবাদ হিসেবে আগামী মাসে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা।

অন্যদিকে পাকিস্তানের দাবি, তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সহযোগী হাফিজ গুল বাহাদুর গ্রুপের ওপর “নির্ভুল” হামলা চালিয়েছে। এই গোষ্ঠীই সম্প্রতি পাকিস্তানের একটি সামরিক শিবিরে আত্মঘাতী হামলা চালিয়ে সাতজন সৈন্যকে হত্যা করেছে বলে ইসলামাবাদের অভিযোগ।

গত সপ্তাহে কাবুলে ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেই সীমান্তে উত্তেজনা বেড়ে যায়। সংঘর্ষে এখন পর্যন্ত আফগানিস্তানের ৩৭ জন নিহত ও ৪২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আফগান সহায়তা মিশন (ইউএনএএমএ)। তারা উভয় পক্ষকেই স্থায়ীভাবে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

পাকতিকা ও স্পিন বোলদাক সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতদের জানাজায় শত শত মানুষ অংশ নিয়েছে। স্থানীয়দের মতে, পরিস্থিতি আবারও ভয়ংকর হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এখন সবার নজর দোহা বৈঠকের দিকে—সেখানে সমাধান খুঁজে পাওয়া যায় কি না, সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12