logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

ঢাকার ‘কিছু এলাকায়’ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৬ জন

অনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৫, ১৫:২৯
ছবি: সংগৃহীত

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে—এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। দলটির নিজস্ব ফেসবুক পেজ থেকেও বিভিন্ন এলাকায় মিছিলের দাবি করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, এসব মিছিলে অংশ নেওয়া দলটির আরও ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, চলতি বছরের ১০ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এর আগেই, গত বছরের অক্টোবরে ছাত্রলীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছিল।

তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজধানীসহ বিভিন্ন এলাকায় একাধিকবার মিছিল করেছে। কিছু স্থানে তারা প্রতিরোধের মুখে পড়েছে এবং কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

পুলিশও এ ধরনের ঝটিকা মিছিল ঠেকাতে সক্রিয় রয়েছে। ২৪ সেপ্টেম্বর রাজধানীতে মিছিলের চেষ্টা চলাকালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ২৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি জানায়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম সে সময় জানান, উত্তরা, ফার্মগেট ও তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মূলত ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছিলেন এবং অর্থের বিনিময়ে মিছিলে অংশ নিচ্ছিলেন।

ডিএমপির তথ্যমতে, অক্টোবর মাসজুড়ে (আজ মঙ্গলবার পর্যন্ত) ঢাকায় মোট ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার তালেবুর রহমান দুপুরে বলেন, ঢাকায় কিছু এলাকায় মিছিলের খবর তাঁরা পেয়েছেন এবং পুলিশ এসব তৎপরতা রোধে সক্রিয় রয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ছয় মানবাধিকার সংস্থার
ইসিকে গণিমতের মাল হিসেবে ভাগ করেছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসিরুদ্দিন পাটওয়ারী
শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল এনসিপি
“সেবিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই আমার বক্তব্য”- আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের ব্যপারে ইসি আনোয়ারুল
12