বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে শিক্ষকদের আমরণ অনশন, সরকারের প্রতি দুই দিনের আলটিমেটাম

বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশন শুরু করেছেন। সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারকে দুই দিনের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত ও শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি এসব তথ্য জানান।
তিনি বলেন, “২২ অক্টোবর পর্যন্ত আমরা অপেক্ষা করব। ততদিনে প্রজ্ঞাপন জারি না হলে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা ঢাকায় এসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবেন।”
দেলোয়ার হোসেন আরও জানান, সোমবার থেকে আন্দোলন আমরণ অনশনে রূপ নিয়েছে। এ পর্যন্ত চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে শিক্ষা উপদেষ্টাকে মন্ত্রণালয় ছাড়তে হবে। অনশনে কারও মৃত্যু হলে তার দায়দায়িত্ব তিনিই বহন করবেন।”
আন্দোলনকারীদের পরিকল্পনা অনুযায়ী, যারা ঢাকায় যোগ দিতে পারবেন না, তারা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। প্রয়োজনে ঢাকায় বড় সমাবেশেরও ঘোষণা দেওয়া হবে।
দেলোয়ার হোসেন জানান, বিএনপির সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “প্রজ্ঞাপন ছাড়া কোনো প্রতিক্রিয়া গ্রহণযোগ্য হবে না।”
এর আগে সোমবার শহীদ মিনারে শিক্ষকদের অনশন কর্মসূচিতে একাত্মতা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, “সরকারের ৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত যথেষ্ট নয়। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে জাতীয়করণ করা হবে।”
সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতারা—নুরুল হক নুর ও রাশেদ খান—শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
অন্যদিকে, জাতীয় শিক্ষক ফোরাম এক সংবাদ সম্মেলনে দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার আহবান জানিয়েছে। সংগঠনের সহসভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেন, “শিক্ষাবর্ষের শেষ প্রান্তে এসে আন্দোলনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তালাবদ্ধ। সামনে পরীক্ষা। এখনই দাবি পূরণ না হলে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে।”
মন্তব্য করুন