logo
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়ায় বরাদ্দ বাড়াল সরকার

অনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৫, ১৪:৫৬

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। অর্থ বিভাগের প্রেষণ-৩ শাখা থেকে ২১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নভেম্বর ২০২৫ থেকে নতুন হার কার্যকর হবে। বর্তমান ভাতার ওপর অতিরিক্ত ৭.৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং সর্বনিম্ন ২,০০০ টাকা ধরা হবে।

কী আছে প্রজ্ঞাপনে ?

  • সারাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন।
  • বিদ্যমান বাড়ি ভাড়া ভাতার ওপর অতিরিক্ত ৭.৫% যোগ হবে।
  • নতুন হারে সর্বনিম্ন ভাতা নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা।
  • পুনর্নির্ধারণের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য তুলে ধরা হয়েছে।
  • প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট অফিসগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

এ সিদ্ধান্তে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আংশিকভাবে বাস্তবায়িত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এই ভাতা বৃদ্ধি বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি দেবে।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন অর্থ বিভাগের প্রেষণ-৩ শাখার উপসচিব মোসা. শারমিন নাহার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12