এফডিসির সামনে চিকন চালের ভাত রান্না করছেন নায়ক

চলচ্চিত্র মুক্তিকে কেন্দ্র করে নির্মাতা ও প্রযোজকেরা নানা ধরনের প্রচারণা চালান—সংবাদ সম্মেলন, ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা, পোস্টার-মাইকিংসহ আরও কত কী! তবে এবার দেখা গেল এক অভিনব উদ্যোগ। আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘গোঁয়ার’ নামের সিনেমাটি, আর মুক্তি উপলক্ষে এফডিসির প্রধান ফটকের সামনে রান্না করছেন ছবির নায়ক রাসেল মিয়া নিজেই। রান্না করা এই খাবার বিতরণ করা হবে বয়স্ক ও মানসিকভাবে ভারসাম্যহীন রিকশাচালকদের মধ্যে।
মঙ্গলবার সকালে এফডিসির গেটে দেখা যায় রাসেল মিয়াকে হাতে খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত। তাঁর সঙ্গে ছিলেন ছবির পরিচালক রকিবুল আলম ও আরও কয়েকজন কলাকুশলী। পাশে প্রজেক্টরে চলছিল ‘গোঁয়ার’-এর ট্রেলার, চারপাশে টানানো ব্যানারে লেখা—“গোঁয়ার মুক্তি উপলক্ষে ১০ দিনের বিশেষ আয়োজন।” এই আয়োজনে ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সী রিকশাচালক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা মাত্র দুই টাকায় খাবার পাবেন। সেখানে স্পষ্ট অনুরোধও জানানো হয়েছে—সক্ষম মানুষ যেন এই খাবার না নেন।
রাসেল মিয়া প্রথম আলোকে জানান, প্রথম দিনের মেনুতে রয়েছে চিকন চালের ভাত ও গরুর মাংস। বাকি ৯ দিনে যুক্ত হবে আরও নানা পদ। তিনি বলেন,
“প্রচারণার জন্য যেটুকু বাজেট থাকে, আমাদেরও তেমনই একটি বাজেট ছিল। আমি প্রযোজককে প্রস্তাব দিই—রেস্টুরেন্টে আয়োজন করার চেয়ে এই টাকায় যদি এক মাস ধরে মানুষকে খাওয়ানো যায়, তাহলে সেটাই ভালো। তিনি রাজি হন। এতে আমাদের প্রচারণাও হলো, আবার মানুষও উপকৃত হবে।”
ছবির গল্প প্রসঙ্গে রাসেল মিয়া বলেন, “গোঁয়ার একটি গণমানুষের গল্পভিত্তিক সিনেমা। এতে গুলশানের নিঃসঙ্গ মানুষ থেকে শুরু করে গুলিস্তানের পথচারী, গার্মেন্টকর্মী ভাইবোন, রিকশাচালক—সব শ্রেণির মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও এক নিরীহ নারী ধর্ষণের পর কীভাবে ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেন, সেটিও গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক।”
নায়ক আরও জানান, এই ছবিতে তিনি একেবারে নতুন ধরনের চরিত্রে অভিনয় করেছেন—একজন সাইকোপ্যাথের ভূমিকায়। তাঁর ভাষায়,
“এ চরিত্রটি আমার আগের সব কাজ থেকে একেবারে আলাদা। আমি বিশ্বাস করি, গোঁয়ার দর্শকদের সিনেমা দেখার ক্ষুধা মেটাবে।”
‘গোঁয়ার’ পরিচালনা করেছেন রকিবুল আলম, প্রযোজক হেলেনা জাহাঙ্গীর। ছবিতে রাসেল মিয়ার সঙ্গে নায়িকা হিসেবে আছেন জলিকে। এছাড়া মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর ও বর্দা মিঠু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
মন্তব্য করুন