logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

১০৯ রানে অলআউট! ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

রাশিদুল ইসলাম

  ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৯
ছবি: ইন্টারনেট

আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে পরে ব্যাট করতে নেমে বাংলাদেশের টার্গেট ছিলো মাত্র ১৯১ রান। মিরাজ ও তার দলের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে বাংলাদেশের যাত্রা থামে মাত্র ১০৯ রানে।

ওয়ানডে অথবা টি২০ ব্যাটিংয়ে বাংলাদেশের দৈন্যদশা শেষই হচ্ছে না। ২০২৫ সালে বাংলাদেশ ওয়ানডে খেলেছে মোট ৭টি। জয়ে পেয়েছ মাত্র ১টিতে। নিত্য ব্যাটিং ব্যর্থতায় প্রিয় ফরম্যাটে খেই হারিয়ে ফেলেছ বাংলাদেশ। চোটাক্রান্ত লিটন আজও মাঠে নামেন নি। ইনিংসের প্রথম ওভারেই বাজে শর্ট খেলে আউট হন তানজিদ তামিম। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা নাজমুল শান্ত যখন রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ তখন ২৪ রান। এরপর নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরতে থাকেন একের পর এক ব্যাটসম্যান।

হৃদয়, তানজিদ, সাইফ, সোহানদের খেলা দেখে মনে হচ্ছিলো না যে এটা ওয়ানডে ক্রিকেট। সম্প্রতি টি২০ সিরিজ জেতার পর এটা অনুমান করা যায়যে পাওয়ার হিটিংয়ে টাইগারদের উন্নতি হয়েছে। তবে শর্ট সিলেকশন, টেম্পারমেন্ট ও গেইম অ্যাওয়ারনেস এর জায়গায় বাংলাদেশি ব্যাটসম্যানদের দূর্বলতা চোখে পরার মত। মিডল অর্ডারে মুশফিক সাকিবদের অভাব যেন কোনভানেই পূরণ করা যাচ্ছে না।

রাশিদের ৫ ইউকেট ও ম্যাচের শুরুতে ওমারজাইর বিধ্বংসী বোলিং এর উপর ভর করে এক ম্যাচ বাকী থাকতেই আফগানদের কাছে অসহায় আত্নসমর্পণ করে বাংলা টাইগাররা। এর এভাবেই প্রতিরাতে স্পোর্টস জার্নালিস্টরা খেলার খবরের নামে শোকগাথা রচনা করে, একদিন ফুলবল নিয়ে, তো পরের দিন ক্রিকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ছেলেদের ওপর বিশ্বাস আছে, তারা পরের ম্যাচে ভালো করবে: মিরাজ
আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ওয়ানডে লড়াই
কোহলিকে হটিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রান করলেন বাবর আজম
বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি প্রকাশ
12