logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

‘ডিভোর্স’ বলেছিলেন মাহি, হঠাৎ স্বামীর সঙ্গে ছবি পোস্ট নিয়ে রহস্য

অনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৩০

দেড় বছর আগে অভিনেত্রী মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন, রাজনীতিক স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি; দুজনই ছিলেন নিজেদের জীবনে ব্যস্ত। মাহি সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আর রাকিব সরকারের অবস্থানও এতদিন ছিল অজানা।

কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টে যায়। সম্প্রতি স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, “মাশআল্লাহ।” আশ্চর্যের বিষয় হলো, এর ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি পোস্ট করেন রাকিব সরকারও। এক সময়ের দূরত্ব থাকা এই দম্পতির কাছাকাছি সময়ে একই ছবি শেয়ার করায় জন্ম নিয়েছে নতুন রহস্য।

মাহি–রাকিবের ঘনিষ্ঠ সূত্রের কেউ কেউ জানাচ্ছেন, তাঁরা আবার এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, কেউ কেউ বলছেন, আসলে তাঁরা আলাদা হননি; শুধু কিছুদিন সম্পর্কের টানাপোড়েন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাঁদের ছবিতে ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ লিখছেন, “আবার সব আগের মতো হয়ে যাক।”

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মাহি বা রাকিব—দুজনের কেউই। কেন হঠাৎ এই পারিবারিক ছবিগুলো পোস্ট করলেন, আবারও এক হয়েছেন কি না—সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে তাঁদের বক্তব্যের জন্য।

এর আগে এক সাক্ষাৎকারে মাহি বলেছিলেন, তাঁদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে। তাঁর ভাষায়,

“আমরা দুজনই চেষ্টা করেছি, কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও কিছু হচ্ছে না, তখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা বজায় রাখাই ভালো। যেহেতু ও ফারিশের বাবা, তাই এখনো নিয়মিত কথা হয়, যোগাযোগ আছে। ও খুব যত্নবান একজন মানুষ। আমার সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু ফারিশের প্রতি ওর যত্ন সত্যিই প্রশংসনীয়।”

বিচ্ছেদ নিয়েও রাকিবের প্রতি শ্রদ্ধা দেখাতে ভোলেননি মাহি। তিনি বলেছিলেন,

“রাকিব অনেক ভালো মানুষ, পরোপকারীও। তবে আমাদের জীবনধারার ধরন আলাদা—এই জায়গাটাই সমস্যা।”

এখন প্রশ্ন একটাই—সব ভুলে কি আবার এক হচ্ছেন মাহি ও রাকিব? সময়ই দেবে তার উত্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
অরিজিৎকে ভুল বুঝেছিলেন সালমান খান: অবশেষে মুখ খুললেন বলিউড সুপারস্টার
12