logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ আসছে বড় পর্দায়, একসঙ্গে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী

অনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৯

বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের গল্প ও উপন্যাস অবলম্বনে অসংখ্য নাটক ও চলচ্চিত্র তৈরি হয়েছে। এর বেশিরভাগই পরিচালনা করেছিলেন তিনি নিজে। এবার তাঁর জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে একসঙ্গে অভিনয় করবেন দেশের দুই নন্দিত অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

চলচ্চিত্রটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা তানিম নূর, যিনি ওয়েব কনটেন্ট ও টেলিভিশনে ভিন্নধর্মী গল্প বলার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর প্রথম সিনেমা ‘উৎসব’ সমালোচক প্রশংসা ও ব্যবসায়িক সাফল্য দুটোই পেয়েছিল। তাই তাঁর নতুন কাজ নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক।

যদিও তানিম নূর এখনই প্রকল্পটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চান না, তিনি জানিয়েছেন, “নতুন সিনেমার পরিকল্পনা চলছে, তবে বিস্তারিত জানাতে কিছুটা সময় লাগবে।”

‘উৎসব’-এর মতোই ‘কিছুক্ষণ’ ছবিতেও তারকাবহুল একটি দল থাকবে বলে জানা গেছে। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর পাশাপাশি এতে অভিনয় করবেন সাবিলা নূর ও শরীফুল রাজসহ আরও অনেকে। সূত্রে জানা গেছে, ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করবেন সাবিলা নূর।

‘কিছুক্ষণ’ মূলত একটি ট্রেনযাত্রার গল্প, যার শুরু ও শেষ—দুটোই ট্রেনে। গল্পটি ঘুরে বেড়ায় তিনটি চরিত্রকে ঘিরে: চিত্রা, আশহাব ও আব্দুর রশিদ উদ্দিন।

হুমায়ূন আহমেদের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত—দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় লেখকের আরেকটি কালজয়ী গল্প এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12