ফিফার ৩০ কোটি টাকার সহায়তা ফেরত যাবে না: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রায় ৩০ কোটি টাকা পাচ্ছে একটি টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য। তবে শর্ত রয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে এই অর্থ ফেরত যেতে পারে। তবে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এই অর্থ ফেরত যাওয়ার কোনো আশঙ্কা নেই।
মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে ফিফার ফরোয়ার্ড প্রজেক্টের উদ্যোগে আয়োজিত কৃত্রিম টার্ফ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “প্রকল্পটি এখন ভূমি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আশা করছি, সময়মতো কাজ শুরু করা যাবে। আমরা বাফুফে ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত বিষয়টি নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়েছে। “আমরা শুধু বর্তমান নিয়েই ভাবি। এখন সময় এসেছে আগামী ১০ বছরের জন্য একটি সুস্পষ্ট ভিশন তৈরি করার,” মন্তব্য করেন তিনি।
তিন বছর আগে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ গড়ার পরিকল্পনা নেয় বাফুফে। শুরুতে কক্সবাজারের রামুতে ২০ একর জমি বরাদ্দ পেলেও, সেটি সংরক্ষিত বনাঞ্চলে পড়ায় প্রকল্পটি বাতিল হয়। পরে বিকল্প হিসেবে কাছাকাছি রশিদনগরে ১৯.১ একর জায়গা নির্ধারণ করা হয়, যদিও এখন পর্যন্ত বাফুফে পেয়েছে প্রায় ১৫ একর জমি।
এই টেকনিক্যাল সেন্টারে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে—ঘাসের মাঠ, কৃত্রিম টার্ফ, জিম, সুইমিং পুল এবং খেলোয়াড়দের জন্য একাডেমিক ভবন।
বাফুফে জানিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
মন্তব্য করুন