logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

গাজা শান্তি চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা নিতে ট্রাম্পকে আহ্বান জানালেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

  ১৪ অক্টোবর ২০২৫, ১৭:১০
ছবি: সংগৃহীত


গাজা শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাফল্য’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঠিক পদক্ষেপ ইউক্রেন যুদ্ধেরও অবসান ঘটাতে পারে।


মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জেলেনস্কি বলেন, “যেভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটছে, এখন শান্তির অগ্রযাত্রার এই গতি যেন থেমে না যায়। ইউরোপের যুদ্ধও শেষ করা সম্ভব, আর এ জন্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদার দেশের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি জানান, এ বিষয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেক্স স্টুবের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কথা বলেছেন এবং পারস্পরিক অবস্থান সমন্বয় করেছেন।


জেলেনস্কি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ ও বন্দিদের মুক্তি নিশ্চিত করতে সফল হয়েছেন। যুক্তরাষ্ট্র যদি সঠিক পদক্ষেপ নেয়, তবে রাশিয়ার আগ্রাসনেরও অবসান ঘটানো সম্ভব। আমরা এর একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করি।”
তিনি আরও জানান, রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়েও ফিনিশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন।
জেলেনস্কি বলেন, “রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য থেকে বঞ্চিত করতে হবে। এটিই হতে পারে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি।”


এর আগে সপ্তাহান্তে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি। তিনি ট্রাম্পকে গাজা শান্তি চুক্তির সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং বলেন, “যদি এক অঞ্চলের যুদ্ধ থামানো সম্ভব হয়, তবে রাশিয়ার আগ্রাসনও থামানো সম্ভব।”
জেলেনস্কি এক্স-এ লিখেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছি তাঁর সাফল্য ও মধ্যপ্রাচ্যে অর্জিত ঐতিহাসিক শান্তি চুক্তির জন্য। যদি একটি অঞ্চলের যুদ্ধ থামানো যায়, তাহলে অন্য অঞ্চলের যুদ্ধও থামানো সম্ভব— ইউক্রেনের যুদ্ধসহ।”
একই দিনে জেলেনস্কি জানান, সোমবার রাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ‘বিমান সন্ত্রাস’ চালায়। ইউক্রেনীয় বাহিনী বেশিরভাগ ড্রোন গুলি করে নামালেও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে।


তিনি বলেন, “রাশিয়া খারকিভ শহরে বিমান বোমা হামলা চালিয়েছে, একটি হাসপাতাল লক্ষ্য করে হামলায় ৫৭ জন আহত হয়েছেন। শহরের জ্বালানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বেসামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেনের এখন জরুরি প্রয়োজন প্যাট্রিয়ট, নাসামস, স্যাম্প/টি ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ, জি-৭ ও মিত্র দেশগুলোকে এসব সহায়তা দেওয়ার আহ্বান জানান।
“বিশ্বকে এখন মস্কোকে প্রকৃত আলোচনায় বসতে বাধ্য করতে হবে। শুধু শক্তির মাধ্যমে শান্তিই ফল দিতে পারে,” বলেন জেলেনস্কি। “যারা আমাদের সহায়তা করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12