logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মিরপুরে গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

  ১৪ অক্টোবর ২০২৫, ১৪:২৪
ছবি: ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরের রুপনগর শিয়ালবাড়ি এলাকায় একসঙ্গে দুটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি কেমিকেল গোডাউন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম সমকালকে জানায়, কারখানার চারতলায় দাহ্য পদার্থে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত সেখানে কাজ শুরু করেন এবং কারখানার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের উৎস শনাক্ত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12