logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বিধিমালায় না থাকায় এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয় হচ্ছে না: নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

  ১৪ অক্টোবর ২০২৫, ১৫:১১

বিধিমালায় উল্লেখ না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ১৯ অক্টোবরের মধ্যে ইসির ঘোষিত তফসিলের তালিকাভুক্ত প্রতীক থেকে একটি বেছে নিতে হবে এনসিপিকে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বাছাই করলে কমিশন নিজ বিবেচনায় একটি প্রতীক বরাদ্দ করে দেবে। আখতার আহমেদ বলেন, “এনসিপির সঙ্গে আমাদের দুই ঘণ্টারও বেশি সময় আলোচনা হয়েছে। তারা ব্যাখ্যা চেয়েছিলেন, আমরা দিয়েছি। তবে শাপলা প্রতীকের বিষয়ে কমিশনের আগের সিদ্ধান্তই বহাল আছে।”

তিনি আরও বলেন, “যেহেতু নির্বাচন বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই এটি দেওয়ার সুযোগও নেই। এনসিপি যদি নতুন প্রতীক জমা না দেয়, তাহলে কমিশন নিজ সিদ্ধান্তে প্রতীক নির্ধারণ করবে।”

প্রবাসী ভোটারদের বিষয়ে ইসি সচিব জানান, পুরনো ১১টি দেশের সঙ্গে আরও ৪টি নতুন দেশে ভোটার হালনাগাদের কাজ শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরে ভোটার নিবন্ধনের অ্যাপ চালু করা যাবে।

তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ইতোমধ্যে কমিশনের কাছে পৌঁছেছে। নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন যাচাই-বাছাইও মাঠ পর্যায়ে চলছে।

গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, গণভোট হবে কি না—এই বিষয়ে এখনো নির্বাচন কমিশনকে কোনো প্রস্তাব বা নির্দেশনা দেয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জামায়াত ইস্যুতে হেফাজতের আমিরের বক্তব্য ব্যক্তিগত
কিছু উপদেষ্টা পক্ষপাতদুষ্ট, তাঁদের অপসারণের দাবি জামায়াত নেতা তাহেরের
দেশের জ্বালানির ঘাটতির কারন কিছু রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ী : জ্বালানি উপদেষ্টা
‘বর্তমানে ডাস্টবিন শব্দটি রাজনীতির সঙ্গে ম্যাচ করেছে’
12