ফিল্মফেয়ার জয়ী ‘আজ কি রাত’ গায়িকা মধুবন্তী বাগচীকে কতটা চেনেন?

‘স্ত্রী ২’ সিনেমার আলোচিত গান ‘আজ কি রাত’ গেয়ে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা গায়িকার পুরস্কার জিতেছেন বাঙালি সংগীতশিল্পী মধুবন্তী বাগচী। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে তাঁকে নিয়ে কিছু জানা-অজানা তথ্য নিচে তুলে ধরা হলো।
গত শনিবার ফিল্মফেয়ারের মঞ্চে এই পুরস্কার হাতে পান মধুবন্তী। গানটি তাঁর ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। ২০২৪ সালের ২৪ জুলাই ইউটিউবে প্রকাশের পর গানটি ঝড় তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং দ্রুত ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে আসে।
গত বছরের অক্টোবরে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুবন্তী বলেন,
“আমার সংগীতজীবনে প্রথমবার এমন ঘটল। গানটা শুধু সব জায়গায় ট্রেন্ড করছে তা নয়, সারা দেশ থেকে মানুষ মেসেজ করছেন, মন্তব্য করছেন, আমাকে ট্যাগ করছেন—এ এক অসাধারণ অনুভূতি।”
বাংলা সিনেমাতেও তিনি নিয়মিত কাজ করছেন। ‘মিতিন মাসি’ ও ‘শুধু তোমারই জন্য’ ছবিতে তিনি প্লেব্যাক করেছেন। তাঁর কণ্ঠে ‘এগিয়ে দে’, ‘নেই আলো’ ও ‘তোমাকে চাই’ গানগুলো শ্রোতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।
বলিউডেও নিয়মিত গাইছেন মধুবন্তী। ‘হীরামান্ডি’ সিরিজের ‘নজরিয়া কি মারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তিনি সুরকার প্রীতম, শান্তনু মৈত্র, ও শেখর রাভজিয়ানির মতো নামী সংগীতজ্ঞদের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস করছেন।
২০২২ সালে কোক স্টুডিও বাংলায় মধুবন্তী গেয়েছিলেন ‘দখিনা হাওয়া’। মীরা দেববর্মনের লেখা এবং শচীন দেববর্মনের সুরে নির্মিত এই কালজয়ী গানটি নতুন সংগীতায়োজনে প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পায়।
বালুরঘাটে জন্ম নেওয়া মধুবন্তী তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই সংগীতের তালিম নিতে শুরু করেন। একসময় তিনি ‘মৃত্তিকা’ নামের একটি বাংলা ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর দুই লাখের বেশি অনুসারী রয়েছে।
মন্তব্য করুন