দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি দুর্নীতিবাজদের প্রার্থী না করে, তবে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদক কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কর্মশালার আয়োজন করে দুদক।
ড. মোমেন বলেন, “রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কারণেই দুর্নীতি প্রতিরোধ করা কঠিন হয়ে উঠেছে। দলগুলো এ বিষয়ে সতর্ক থাকলে দুর্নীতি দমন অনেক সহজ হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান নিশ্চিত করেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অন্য যেকোনো অপরাধীর মতো বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, “আদালত যদি প্রক্রিয়াগতভাবে আরও সহজ হন, তাহলে বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব।”
ড. মোমেন আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “আমরা আশাবাদী যে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।”
মন্তব্য করুন