logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

ছেলেদের ওপর বিশ্বাস আছে, তারা পরের ম্যাচে ভালো করবে: মিরাজ

অনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর ২০২৫, ১৮:১৯
ছবি: ইন্টারনেট

আবু ধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৬০ রান করেছেন। পরে বোলিংয়ে ১০ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেটও নিয়েছেন। কিন্তু, হারের হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২২১ রান। তাওহিদ হৃদয় ৫৬ রান করলেও, অন্যরা তেমন কিছুই করতে পারেননি।

মিরাজ বলেন, “আমরা প্রথম ১৫ ওভারের মধ্যে অনেক উইকেট হারিয়েছি। উইকেট সহজ ছিল না, টার্ন করছিল। তাওহিদ হৃদয় খুব ভালোভাবে সামলে নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা তেমন কোনো জুটি গড়তে পারিনি, এখানেই সমস্যা।”

মিরাজের বিশ্বাস, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তিনি বলেন, “এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে। এসব থেকে শিখতে পারব আমরা। ছেলেদের ওপর বিশ্বাস আছে, তারা পরের ম্যাচে ভালো করবে। ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।”

বাংলাদেশ অধিনায়ক টসের সময় বলেছিলেন, তারা ২৮০ রান করতে চান, কিন্তু ২৬০ রান তুলতেও ব্যর্থ তারা। তিনি জানালেন,

“আমরা এই উইকেটের তুলনায় ৪০ রান কম করেছি। যদি ২৬০ বা এর আশপাশে করতে পারতাম, তাহলে আমরা ভালো করতে পারতাম।”

আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে আবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। মিরাজের বিশ্বাস, দলের মধ্যে সবার আত্মবিশ্বাস থাকলে তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
২০০ রানের পরাজয়ে বিধ্বস্ত টাইগাররা, সিরিজে হোয়াইটওয়াশ!
১০৯ রানে অলআউট! ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ
মাদ্রাসা ক্রিকেট চালু করবে বিসিবি
আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ওয়ানডে লড়াই
12