দিল্লি টেস্ট জিতে উইন্ডিজকে ধবলধোলাই ভারতের

ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে দিল্লি টেস্টে সহজ জয় তুলে নিল ভারত। অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে শুভমান গিলের দল। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
চতুর্থ দিনেই জয়ের মঞ্চ প্রস্তুত করে রেখেছিল স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ, শেষ দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করে ভারত। লোকেশ রাহুলের অপরাজিত ৫৮ এবং সাই সুদর্শনের ৩৯ রানের ইনিংসে ভর করে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এর আগে, ম্যাচে পুরোপুরি আধিপত্য ছিল ভারতেরই। টস জিতে ব্যাট করতে নেমে যশস্বী জয়সোয়াল ও অধিনায়ক শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৫১৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে, কুলদীপ যাদবের স্পিন-বিষে মাত্র ২৪৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। কুলদীপ একাই শিকার করেন ৫ উইকেট।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে অবশ্য দারুণ লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেলের ১১৫ ও শাই হোপের ১০৩ রানের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে ভর করে তারা ইনিংস হার এড়ানোর পাশাপাশি ভারতের সামনে ১২০ রানের লিড দাঁড় করায়। তবে তাদের এই লড়াই শেষ পর্যন্ত শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে, ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।
মন্তব্য করুন