logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

অরিজিৎকে ভুল বুঝেছিলেন সালমান খান: অবশেষে মুখ খুললেন বলিউড সুপারস্টার

অনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৫৬

বলিউড তারকা সালমান খান ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের কথা ভক্তদের অজানা নয়। বহু বছর ধরে দু’জনের মধ্যে দূরত্ব বজায় ছিল, কেউ কারও মুখোমুখি হতেন না। অবশেষে সেই ভুল বোঝাবুঝি নিয়ে মুখ খুললেন সালমান খান নিজেই।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি বিগ বস ১৯–এর ‘উইকেন্ড কা বার’ পর্বে সালমান খানের সঙ্গে উপস্থিত ছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান রবি গুপ্তা। সেখানেই সালমান জানালেন, এখন তিনি ও অরিজিৎ সিং ভালো বন্ধু এবং তারা একসঙ্গে কাজ করছেন ‘ব্যাটল অফ গালওয়ান ’ ছবিতে।

রবি গুপ্তা মজা করে বলেন, “আপনার সামনে আসতে আমার ভয় লাগছিল।” অবাক হয়ে সালমান কারণ জানতে চাইলে রবি জানান, তার মুখের সঙ্গে অরিজিৎ সিংয়ের কিছুটা মিল আছে—তাই ভয় পেয়েছিলেন। এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন সালমান খান।

এরপরই তিনি অকপটে বলেন, “অরিজিৎ আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে আগে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেই ভুলটা আসলে আমার দিক থেকেই হয়েছিল।”

ঘটনার সূত্রপাত ২০১৪ সালের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সঞ্চালক ছিলেন সালমান খান। সাদামাটা পোশাকে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন অরিজিৎ সিং। তখন সালমান মজা করে বলেন, “ঘুমাচ্ছিলে নাকি?” উত্তরে অরিজিৎ বলেন, “না, আপনিই ঘুম পাড়িয়ে দিয়েছেন।”

দর্শক হাসলেও সালমান নাকি বিষয়টি ভালোভাবে নেননি। এরপর থেকেই ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’ ও ‘সুলতান’-এর মতো ছবিতে অরিজিতের গাওয়া গান বাদ দেওয়া হয়। বিশেষ করে ‘সুলতান’-এর জনপ্রিয় গান “জগ ঘুমেয়া” অরিজিৎ গাইলেও শেষ পর্যন্ত সেটি গেয়েছিলেন রাহাত ফাতেহ আলী খান।

পরে, ২০১৬ সালে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চান অরিজিৎ সিং। তিনি জানান, সালমানকে অপমান করার কোনো ইচ্ছা তাঁর ছিল না; পুরো ঘটনাটাই ছিল নিছক ভুল বোঝাবুঝি

এখন সালমান নিজেই সেই ভুল স্বীকার করে নেওয়ায় ভক্তরা আশা করছেন—দু’জনের এই সম্পর্কের নতুন অধ্যায় আরও সুন্দর কিছু উপহার দেবে বলিউডকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
‘ডিভোর্স’ বলেছিলেন মাহি, হঠাৎ স্বামীর সঙ্গে ছবি পোস্ট নিয়ে রহস্য
12