logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

কিছু উপদেষ্টা পক্ষপাতদুষ্ট, তাঁদের অপসারণের দাবি জামায়াত নেতা তাহেরের

অনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৯
ছবি: জাগতিক


জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানিয়েছেন, এসব উপদেষ্টাকে পরামর্শক পরিষদ থেকে অপসারণ করতে।


আজ (১৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। তাঁর দাবি, এই মানববন্ধন প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়। তাহের বলেন, প্রধান উপদেষ্টা চাইলে জামায়াত তাদের সূত্র অনুযায়ী ওই উপদেষ্টাদের নাম সরবরাহ করতে পারে। তবে তিনি সংশ্লিষ্ট দলের নাম প্রকাশ করেননি।


জামায়াতে ইসলামী আয়োজিত এই মানববন্ধনে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদে আইনি বৈধতা দেওয়া, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা এবং পরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা। তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে আমরা ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করব, তবে এরপর যে পরিস্থিতি তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।”


তিনি প্রশাসনের ভেতরে “ষড়যন্ত্র” বন্ধের আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এর জন্য প্রধান উপদেষ্টাকেই দায় নিতে হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি জামায়াত আয়োজিত এ কর্মসূচিতে তাহেরসহ দলের অন্য নেতারা বক্তব্য দেন।


জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—


১️। নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি প্রদান করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২️। গণভোটের মাধ্যমে সংসদের উভয় কক্ষে (প্রস্তাবিত উচ্চকক্ষসহ) আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা।
৩️। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা।
৪️। পতিত “ফ্যাসিবাদী সরকারের” সময়ে সংঘটিত নির্যাতন, গণহত্যা, দুর্নীতি ও দমন-পীড়নের দৃশ্যমান বিচার নিশ্চিত করা।
৫️। একনায়কতন্ত্রের সহযোগী দল হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের অন্য দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জামায়াত ইস্যুতে হেফাজতের আমিরের বক্তব্য ব্যক্তিগত
বিধিমালায় না থাকায় এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয় হচ্ছে না: নির্বাচন কমিশন
“আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি হিসেবে আমরা সেই পরিচয়কে ধরে রাখতে চাই।”
“অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন”
12