কোহলিকে হটিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রান করলেন বাবর আজম

পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজম ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রান করার নতুন রেকর্ড গড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাটিং করতে নেমে ২৯ রানে আউট হলেও তিনি রেকর্ডটি অর্জন করেন।
বাবর আজম ১২৩ ইনিংসে ৬ হাজার রান করেছেন, যা তাকে হাশিম আমলার সঙ্গে যৌথভাবে দ্রুততম ৬ হাজার রানের কীর্তিতে নাম লেখাতে সাহায্য করেছে। এর মাধ্যমে তিনি ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন, যিনি ১৩৬ ইনিংসে ৬ হাজার রান করেছিলেন।
বাবর এর আগে ৫ হাজার রানেও দ্রুততম রেকর্ড গড়েন, ৯৭ ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেন। এছাড়া, ৪ হাজার রানের কীর্তিতেও বাবর দ্বিতীয় অবস্থানে রয়েছেন, শীর্ষে আছেন হাশিম আমলা।
তবে, বাবরের জন্য সিরিজের ফাইনাল ছিল হতাশাজনক, কারণ পাকিস্তান ২৪২ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারলো নিউজিল্যান্ডের কাছে।
এটা বাবরের ব্যাটিং কীর্তির একটি নতুন সংযোজন, যা তাকে ওয়ানডে ইতিহাসে আরও উজ্জ্বল করেছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন