রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে ভারী বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি আবহাওয়া অধিদপ্তরের
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামীকাল রোববার (২ নভেম্বর) সকাল ১১টার মধ্যে দেশের তিনটি বিভাগ—রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর ছত্তিশগড় ও এর আশপাশ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উল্লিখিত বিভাগগুলোর কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের উজানে ভারতের ভূখণ্ডেও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের এই দুই বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, উজানে ও অভ্যন্তরীণ এলাকায় ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের নদ-নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে না বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে।
মন্তব্য করুন





