logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৫, ১৪:৫২

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ভারতের দক্ষিণ ছত্তিশগড় ও আশপাশ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে সরে বর্তমানে উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে যেতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুরের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রামেও কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

রবিবার (২ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রামের কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে—এই সময়ের প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12