কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এ ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এ ভয়াবহ আগুন লেগেছে। শনিবার সকালে ভবনটির সর্বোচ্চ তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যম দ্য স্টার জানিয়েছে।
বারনামা–র বরাতে কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আসারি ওমর জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি বলেন, “আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবনটির উপরের দিক থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পেট্রোনাস টাওয়ার ৩ ভবনটি ৬০ তলা বিশিষ্ট। স্থানীয়ভাবে এটি ‘মেনারা কারিগালি’ নামে পরিচিত এবং কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই অবস্থিত।
দমকল বাহিনী জানায়, ভবনের নিরাপত্তা ব্যবস্থা সচল থাকায় দ্রুত অগ্নি সতর্কবার্তা পাওয়া যায় এবং সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

