logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজভী

অনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৫, ১৭:৩৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়। যদি কেউ দলের নাম ব্যবহার করে এমন অপকর্মে লিপ্ত হয়, তাদেরও ছাড় দেওয়া হবে না।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “কোনো কিছু ঘটলেই বিএনপির ওপর দায় চাপানো যেন কারও কারও অভ্যাসে পরিণত হয়েছে। সমাজবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা উচিত। কিন্তু সরকার সে দায়িত্ব পালন করছে না, বরং ঢিলেঢালা আচরণ করছে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “রাউজানে অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। অথচ কিছু গণমাধ্যমে বলা হলো, তারা বিএনপির কর্মী! কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ দুঃখজনক। রাউজানের ঘটনায় দলের ভেতরে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, “একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজে বড় বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি গত ১৫ বছর ধরে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেছে। জুলাই-আগস্টে এ আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। জনগণ কিছুটা স্বস্তি পেলেও এখনো পুরোপুরি নিরাপদ নয়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশে দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, অথচ সরকার ব্যবস্থা নিচ্ছে না। গমের দাম বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে বেড়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, কিন্তু ব্যর্থতা দেখা যাচ্ছে। এতে সামাজিক অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই : মেজর হাফিজ
একাত্তরের অপরাধে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০
জাতীয় নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি: মির্জা ফখরুল
12