logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

এশিয়া কাপের ট্রফি ফেরত চায় ভারত, দুই দিনের মধ্যে না পেলে আইসিসিতে অভিযোগ

অনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৫, ১৮:৪৪

ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও এখনো এশিয়া কাপের ট্রফি হাতে পায়নি ভারত। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে ট্রফি মুম্বাইয়ে না পৌঁছালে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় উত্থাপন করা হবে।

দুবাইয়ে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। নাকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ভারত তার ভূমিকা নিয়ে আপত্তি তোলে।

ভারতীয় দলের অস্বীকৃতির পর ট্রফিটি দুবাইয়ের এসিসি সদর দপ্তরে পাঠানো হয়। পরে সেটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয় আবুধাবির একটি অজানা ঠিকানায়, যেটি নাকভি ছাড়া কেউ জানে না। তিনি শর্ত দেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের প্রতিনিধি নিজে এসিসি দপ্তরে এসে গ্রহণ করতে হবে।

এক মাস পেরিয়ে গেলেও ভারত এখনো ট্রফি না পাওয়ায় বিসিসিআই ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থার যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এখনো ট্রফি পাইনি। আমরা এসিসিকে চিঠি দিয়েছি। আশা করছি, এক-দুই দিনের মধ্যেই ট্রফি আমাদের দপ্তরে এসে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “যদি ট্রফি দ্রুত না দেওয়া হয়, আমরা আগামী মঙ্গলবার দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি তুলব। ভারতের জনগণ নিশ্চিন্ত থাকুন—ট্রফি একদিন না একদিন ভারতে ফিরবেই।”

সাইকিয়া আশা প্রকাশ করেন, এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি শেষ পর্যন্ত শুভবুদ্ধির পরিচয় দেবেন। তিনি বলেন, “আমরা পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ জিতেছি, রেকর্ডে চ্যাম্পিয়ন ভারত। এখন শুধু ট্রফিটাই বাকি।”

এশিয়া কাপ চলাকালীন ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বেশ কিছু বিতর্ক হয়। গ্রুপ পর্বে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের জয়ের পর তাদের খেলোয়াড়রাও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান। এর প্রতিবাদে পাকিস্তান দল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন বর্জন করে।

উল্লেখ্য, আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ—তিনি এর আগে বিসিসিআইয়ের সচিব এবং এসিসির সভাপতি ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
12