logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

দ্বিতীয়বারের মতো কলকাতার চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশের সিনেমা

অনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৫, ১৯:৩৫

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে দুঃখজনকভাবে টানা দ্বিতীয়বারের মতো এই উৎসবে থাকছে না প্রতিবেশী বাংলাদেশ।

২০২৪ সালের মতো ২০২৫ সালেও বাংলাদেশের কোনো চলচ্চিত্র বা ডকুমেন্টারি ফিল্ম জায়গা পায়নি উৎসবের কোনো বিভাগে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-কে জানান, “বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিভাগে মাত্র একটি চলচ্চিত্র জমা পড়েছিল—তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। তবে ছবিটি আমাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি, তাই নির্বাচন করা সম্ভব হয়নি।”

জানা গেছে, ভিসা জটিলতা এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিও এবারের অনুপস্থিতির অন্যতম কারণ। গত বছরও একই কারণে বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হয়নি।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ গত বছরই উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “এবারের পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারা ভিসা জটিলতার মুখে পড়েছেন। দেশটির রাজনৈতিক অবস্থাও স্বাভাবিক হতে সময় লাগবে।”

সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ভারত ছাড়াও এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম ও ইতালিসহ আরও অনেক দেশ।

বাংলাদেশের অনুপস্থিতিতে এ বছর দক্ষিণ এশীয় চলচ্চিত্র বিভাগের ভারসাম্য কিছুটা কমেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তবে আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা কূটনৈতিক পর্যায়ে উদ্যোগ নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12