logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

শেষ হচ্ছে গামিনি ডি সিলভার সঙ্গে বিসিবির দীর্ঘ সম্পর্ক

অনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৫, ১৮:৪৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে শেষ হতে যাচ্ছে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার দীর্ঘ সম্পর্ক। লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের মাঠ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শ্রীলঙ্কান বিশেষজ্ঞ দেশে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।

চলতি বছরের জুলাইয়ে গামিনির সঙ্গে বিসিবির নতুন করে এক বছরের চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার বিদায় নিশ্চিত হয়েছে। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, চুক্তি অনুযায়ী গামিনিকে দুই মাসের বেতন দেওয়া হবে। দুই–এক দিনের মধ্যেই বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

২০১০ সালে বিসিবিতে যোগ দেন গামিনি ডি সিলভা। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও মাঠের দায়িত্বে ছিলেন। মাঠের অবস্থা ও উইকেটের মান নিয়ে বারবার সমালোচনার মুখে পড়লেও তিনি ছিলেন বিসিবির অন্যতম আস্থাভাজন কর্মী।

তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। গত আগস্টে বিসিবি টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ টনি হেমিংকে নিয়োগ দেয়। এরপর গামিনিকে শেরে বাংলা স্টেডিয়াম থেকে সরিয়ে রাজশাহী স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সেখানে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেনি বোর্ড।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, মাঠ প্রস্তুতি ও পিচ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি আনতেই গামিনির সঙ্গে পথ আলাদা করছে বোর্ড।

একসময় মিরপুরের পিচ নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন গামিনি ডি সিলভা। তবে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ মহল বলছে, উইকেটের ধরন প্রায়ই টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী নির্ধারিত হতো। ফলে সমালোচনার বড় অংশই ছিল তার নিয়ন্ত্রণের বাইরে।

বাংলাদেশ ক্রিকেটে এক দশকেরও বেশি সময় কাটিয়ে শ্রীলঙ্কান এই কিউরেটরের বিদায়ে শেষ হচ্ছে একটি অধ্যায়, যা দেশের আন্তর্জাতিক ভেন্যু ব্যবস্থাপনার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি
বিপিএলে থাকছে পুরনো তিন দল, কুমিল্লা ফাইটার্স নামে দরপত্র জমা
বিপিএল আয়োজনের জন্য বিসিবি-আইএমজি’র তিন বছরের চুক্তি চূড়ান্ত, ফ্র্যাঞ্চাইজি ফি ২ কোটি টাকা
ছেলেদের সমান ভাতা ও ট্যুর ফি পাবেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা
12