আবারও ঢাকার মঞ্চে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’
পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড ‘জাল’ আবারও ঢাকার দর্শকদের মাতাতে আসছে। ব্যান্ডটির ভোকালিস্ট গওহর মমতাজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে তিনি বলেন, “আমি গওহর মমতাজ, শিগগিরই ঢাকা আসছি।” এরপর বাংলায় যোগ করেন, “দেখা হবে।”
ব্যান্ডটি অংশ নিচ্ছে ‘সাউন্ড অব সোল’ শীর্ষক এক বৃহৎ মিউজিক কনসার্টে, যা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর, ঢাকার ৩০০ ফিট সংলগ্ন স্বদেশ এরিনা প্রাঙ্গণে। এটি আয়োজিত হচ্ছে স্টেজ কো ও গেট সেট রক-এর যৌথ উদ্যোগে। আয়োজকদের ভাষ্য, এটি হবে মৌসুমের সবচেয়ে বড় ও সঙ্গীতসমৃদ্ধ ওপেন-এয়ার কনসার্ট।
এই কনসার্টে ‘জাল’-এর পাশাপাশি বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি ব্যান্ড ‘ওয়ারফেইজ’ এবং জনপ্রিয় তরুণ ব্যান্ড ‘লেভেল ফাইভ’ মঞ্চ মাতাবে। আয়োজকরা জানিয়েছেন, দর্শকরা একসঙ্গে জালের আবেগঘন সুরের পাশাপাশি ওয়ারফেইজের ক্লাসিক রক ও লেভেল ফাইভ-এর উদ্দাম পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।
টিকিট বিক্রি শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে। আগ্রহীরা getsetrock.com/buy-ticket/sound-of-soul-2km ওয়েবসাইটে অনলাইনে টিকিট কিনতে পারবেন।
টিকিটের মূল্য তিন ধাপে নির্ধারিত হয়েছে —
আর্লি বার্ড: ১০০০ টাকা
রেগুলার: ২৫০০ টাকা
ভিআইপি: ৩৫০০ টাকা
এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে ‘জাল’। তারা সর্বশেষ পারফর্ম করেছিল ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে, আর প্রথমবার ঢাকায় আসে ২০১০ সালে।
আয়োজকরা আশাবাদী, এবারের কনসার্ট হবে এক অনন্য সঙ্গীতমুখর আয়োজন, যেখানে বাংলাদেশের দর্শকরা আবারও সরাসরি শুনতে পাবেন জালের কালজয়ী হিট গানগুলো।
মন্তব্য করুন

