লজ্জায় স্কুলে যেতে চায় না ইমরান হাশমির ছেলে
বলিউড অভিনেতা ইমরান হাশমি দীর্ঘদিন ধরেই ‘সিরিয়াল কিসার’ বা ‘কিসিং কিং’ নামে পরিচিত। রোমান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আলোচিত এই তারকা সম্প্রতি শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এ ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও খবরের শিরোনাম হয়েছেন। তবে তাঁর এই উপস্থিতি এবার বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে নিজের ঘরেই।
ইমরানের ছেলে আয়ান এখন স্কুলে যেতে চান না—কারণ স্কুলে বন্ধুরা তাঁকে নিয়ে হাসাহাসি করছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেতা।
সিরিজটির এক দৃশ্যে দেখা যায়, অভিনেতা রাঘব জুয়েল শারীরিক ঘনিষ্ঠতার পাঠ নিতে আসেন ইমরান হাশমির কাছে। সেখানে বাস্তব জীবনের ইমরানই অভিনয় করেছেন নিজ চরিত্রে। ইমরান জানান, দৃশ্যটি আসলে বাস্তব জীবনের একটি ঘটনার অনুপ্রেরণায় তৈরি।
তবে সেই দৃশ্যের জেরে তাঁর ছেলে আয়ান স্কুলে বন্ধুবান্ধবদের কাছ থেকে নানা খোঁচা খাচ্ছে। ইমরান বলেন, “আয়ন এখন স্কুলে যেতে চায় না। ওর বন্ধুরা সবাই বলছে— ‘তুই কেন ইনটিমেসি কোচ হচ্ছিস না?’”
ইমরান মজার ছলেই বলেন, “আয়ন রেগে গিয়ে বলে— বাবা, তুমি আমার স্কুলজীবন শেষ করে দিয়েছ! প্রতিদিন সবাই এই কথা বলে। এখন তুমি কি এটা বন্ধ করবে না?”
অভিনেতা জানান, ছেলের লজ্জা পেলেও বিষয়টি তিনি হাস্যরস হিসেবেই নিয়েছেন। তাঁর মতে, এটা প্রমাণ করে যে দর্শক এখনো তাঁকে পর্দায় ‘রোমান্টিক প্রতীক’ হিসেবেই দেখেন।
আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এ সংক্ষিপ্ত উপস্থিতিতেই ইমরান হাশমি আবার আলোচনায় আসেন। দীর্ঘ বিরতির পর এই সিরিজেই ছিল তাঁর ‘ক্যামিও কামব্যাক’।
পর্দায় নিজের ঘনিষ্ঠ দৃশ্যের জন্য যিনি একসময় বিতর্কে ছিলেন, সেই ইমরান হাশমি এখন হাস্যরসের মধ্য দিয়েই নিজের ইমেজকে নতুনভাবে উপভোগ করছেন—যদিও এতে বিব্রত তাঁর ছোট ছেলে আয়ান!
মন্তব্য করুন

