২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট নেতৃত্বে আবারও ফিরলেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, ২০২৭ সাল পর্যন্ত চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত তিনি টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল শুক্রবার থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, শান্ত আবারও টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন। আজ সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল বিসিবি। এর আগে তিনি ২০২৩ সালে টেস্ট নেতৃত্বের দায়িত্ব পান এবং এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন।
তবে ওয়ানডে নেতৃত্ব নিয়ে বোর্ডের সঙ্গে কিছুটা মতবিরোধের পর শান্ত জুন মাসে টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্ট শেষে তিনি সেই সিদ্ধান্তের ঘোষণা দেন।
এ বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নতুন অধিনায়ক নিয়োগ দিতে হতো বিসিবিকে। দীর্ঘ আলোচনা ও বিবেচনার পর বোর্ড আবারও শান্তর উপর আস্থা রাখে। শান্তও পুনরায় নেতৃত্ব গ্রহণে সম্মতি জানান।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন,
“বোর্ড শান্তর নেতৃত্বে পূর্ণ আস্থা রাখছে। টেস্ট ক্রিকেটে তার ধৈর্য, নিষ্ঠা ও গভীর বোঝাপড়া প্রশংসনীয়। তার অধীনে দল ক্রমাগত উন্নতি করছে, এবং নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে দল আরও পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।”
নতুন দায়িত্বে অব্যাহত থাকার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন,
“বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে অব্যাহত থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে, তার জন্য কৃতজ্ঞ। আমি এই দায়িত্বের মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও যোগ করেন,
“দলে অনেক মেধাবী ও সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে। সামনে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মৌসুম আসছে। এই মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আমরা নতুন টেস্ট চক্রের যাত্রা শুরু করতে মুখিয়ে আছি।”
বিসিবির এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, লাল বলের ক্রিকেটে শান্তকেই আগামী দুই বছর দলের স্থিতিশীল নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছে বোর্ড।
মন্তব্য করুন

