সাংবাদিক ড. অখিল পোদ্দারের পিতা অমল কৃষ্ণ পোদ্দারের পরলোকগমন
একুশে টেলিভিশনের প্রাক্তন প্রধান বার্তা সম্পাদক ও অনুসন্ধানী পত্রিকা *এক্সফাইলস*-এর প্রকাশক ও প্রধান সম্পাদক ড. অখিল পোদ্দারের পিতা অমল কৃষ্ণ পোদ্দার আর নেই। শনিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার বরইচারা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, আড়াই মাস আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর কিছুদিন ধরে তিনি বাড়িতেই ছিলেন। শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
অমল কৃষ্ণ পোদ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন *জাগতিক নিউজ*, *সাপ্তাহিক অপরাধচিত্র*, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, স্কুল অফ হিউম্যানিজম, এবং বাউল সাধক আমদ আলী সাঁইজী সেবা সংঘসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় সংগঠনগুলো মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে অমল কৃষ্ণ পোদ্দার দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী
রেখে গেছেন।
মন্তব্য করুন

