logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

ইউক্রেইনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সবুজ সংকেত দিল পেন্টাগন

অনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৫, ১৯:২০

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইউক্রেইনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য মূল্যায়ন করে সবুজ সংকেত দিয়েছে। তাদের সিদ্ধান্ত ছিল, এগুলো ইউক্রেইনকে দিলে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে তা নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিতে হবে।

বিষয়টি জানায় তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা। এই ক্ষেপণাস্ত্র পাওয়ার আশায় ছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, টমাহক দিয়ে রাশিয়ার ভেতরে থাকা জ্বালানি ও তেল অবকাঠামোতে কার্যকর হামলা চালানো যাবে। টমাহকের পাল্লা প্রায় এক হাজার মাইলের মতো।

অফিসিয়ালদের মতে, পেন্টাগনের জয়েন্ট স্টাফ হোয়াইট হাউজকে তাদের মূল্যায়ন জানিয়েছে। এ কারণে ইউরোপীয় মিত্ররাও আশাবাদী হয়েছেন যে এখন আর টমাহক না দেওয়ার তেমন কোনো যুক্তি নেই।

তবে রাজনৈতিক পর্যায়ে অবস্থান নিয়েছেন ট্রাম্প। মাস শুরুতে তিনি বলেছিলেন, তিনি এ ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিতে চান না। বৈঠকের সময় তিনি বলেন, “আমরা এমন কিছু দিতে চাই না যা আমাদের নিজের দেশ রক্ষা করার জন্য প্রয়োজন।” পরে এক পর্যায়ে তিনি বলেছেন, “আমাদের অনেক টমাহক আছে, চাইলে দেওয়া সম্ভব।” কিন্তু জেলেনস্কির সঙ্গে বৈঠকের দিনে ট্রাম্প আবার বলেন, যুক্তরাষ্ট্রের নিজেদেরই এই ক্ষেপণাস্ত্র ‘প্রয়োজন’। পরে তিনি জেলেনস্কিকে জানিয়েছিলেন, আপাতত দেওয়া হবে না।

এক মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের অবস্থান বদলানোর পেছনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপও একটি কারণ হতে পারে। তবে হোয়াইট হাউজ ও পেন্টাগন এ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে।

সামরিক ও বাস্তবগত দিকও বিবেচনায় আছে। পেন্টাগন আশা প্রকাশ করলেও, ইউক্রেনকে কীভাবে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার ও ক্রিয়ার প্রশিক্ষণ দেওয়া হবে — সেটাই বড় চ্যালেঞ্জ বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12