একক আধিপত্যের চেষ্টা হিতে বিপরীত হবে: নাহিদ ইসলাম
 
		
		
		
		
		জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার লোভে কোনো দল বা শক্তি যদি এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় এবং জাতীয় ঐক্য ভেঙে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়, তবে তা শেষ পর্যন্ত হিতে বিপরীত হবে। এতে সংসদ টেকানো ও সরকার পরিচালনা দুটিই কঠিন হয়ে পড়বে, আর জনগণের আস্থাও হারাবে তারা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে ‘সমসাময়িক রাজনৈতিক বিষয়ে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের বিষয়ে এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটি কেবল একটি আনুষ্ঠানিকতা, যার বাস্তব মূল্য নেই। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর ত্রিদলীয় জোটের রূপরেখাও জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা ছিল। “আমরা ৯০-এর পুনরাবৃত্তি হতে দিতে চাই না,” বলেন তিনি।
নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত কমিশনের স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণকে প্রকাশ করে। কোনো ব্যাখ্যা ছাড়াই এই সিদ্ধান্ত জনগণের মধ্যে প্রশ্ন তৈরি করছে। “আমরা মনে করি, কমিশন অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এবং স্বাধীনভাবে কাজ করতে পারছে না,” মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এনসিপি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা না দিলে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। “আমরা চাই না রাজপথে নামতে হোক, বরং নির্বাচনের মাধ্যমে অগ্রসর হতে চাই,” বলেন নাহিদ ইসলাম।
জোট গঠনের বিষয়ে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি জোটে যাওয়া হয়, তা নীতিগত অবস্থান থেকে হবে। জুলাই সনদকে এনসিপি মৌলিক নীতিমালা হিসেবে বিবেচনা করছে। “যারা সংস্কারের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার পক্ষে—তাদের সঙ্গেই আমরা একসঙ্গে কাজ করার কথা ভাবব,” বলেন তিনি।
আগামী নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত ফেব্রুয়ারি সময়সূচির মধ্যেই নির্বাচন হওয়া উচিত, যাতে কোনো অনিশ্চয়তা না থাকে। তিনি বলেন, “ফ্যাসিবাদী ও পতিত শক্তিগুলো নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তাই সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
নাহিদ ইসলাম শেষে সতর্ক করে বলেন, “ক্ষমতার লোভে যদি কেউ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যায়, জাতীয় ঐক্য ভাঙে, তবে তাদের নিজেদের জন্যই তা হিতে বিপরীত হবে।”
মন্তব্য করুন







