logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

আমেরিকা থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি করা শুরু হয়েছে।

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৪২
ছবি :সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায় বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির অধীনে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। নমুনা পরীক্ষার পর দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম চালানে থাকা ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টনের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
সিঙ্গার বাংলাদেশ গত ৯ মাসে ১১৪ কোটি টাকার নিট ক্ষতির মুখে পড়েছে।
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের টানা তৃতীয় জয়
থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা
12