logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৩০

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত দিয়ে ৬০ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কাজিপুর সীমান্ত দিয়ে ৩০ জন ও কাথুলি সীমান্ত দিয়ে আরও ৩০ জনকে হস্তান্তর করা হয়।

গাংনী থানার ওসি বনী ইসরাইল জানান, কাথুলি সীমান্ত দিয়ে যাদের হস্তান্তর করা হয়েছে, তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একজন বিজিবি কর্মকর্তা জানান, কাজিপুর সীমান্ত দিয়ে হস্তান্তর করা ৩০ জনের মধ্যে ছয়জন হিজড়া রয়েছেন। গান্দিনা বিএসএফ কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্কো তাদের বিজিবির কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।


ছবি: সংগৃহীত

এছাড়া বেলা ১২টার দিকে কাথুলি সীমান্ত দিয়েও আরও ৩০ জনকে হস্তান্তর করা হয়। তাদের গ্রহণ করেন কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান।

বিজিবি কর্মকর্তারা জানান, হস্তান্তরকৃত ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা দালালদের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাই, দিল্লি ও আসামসহ বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের তেইমপুর ক্যাম্পে হস্তান্তর করে।

পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এসব বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। বর্তমানে তাদের গাংনী থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ভারতের সীমান্তে সুরক্ষা জোরদারে বিজিবির তিন নতুন ব্যাটালিয়ন
সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের 'হাঙ্গার স্ট্রাইক' শুরু
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দিল বিএসএফ
মিয়ানমার সীমান্তে ১১ বিজিবির অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে
12