logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ২১:৫৬

শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে লড়াই করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হারে মাঠ ছাড়তে হয়েছে শামসুন্নাহারদের।

শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আশায় আক্রমণাত্মক হয়ে উঠলেও উল্টো আরও দুই গোল হজম করতে হয় দলকে।

নারী ফুটবলে থাইল্যান্ড অনেক এগিয়ে। তাদের ফিফা র‍্যাঙ্কিং ৫৩, যেখানে বাংলাদেশ রয়েছে ১০৪তম স্থানে। মেয়েদের এএফসি এশিয়ান কাপে থাইল্যান্ড নিয়মিত অংশগ্রহণকারী, আর বাংলাদেশ এবারই প্রথম সেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশের কোচ পিটার বাটলার ম্যাচের আগে বলেছিলেন, “লড়াই করার জন্যই নামবে দল।” তবে মেয়েরা প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি।

তবু এই হারেও ইতিবাচক দিক দেখছেন অনেকে। কারণ, ২০১৩ সালের এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছিল ৯-০ গোলে। এবার ব্যবধান অনেক কমিয়ে এনেছে দল।

বাংলাদেশ নারী দল থাইল্যান্ড সফরে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর।

এ সফরটি মূলত ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ। এই ম্যাচগুলোয় নিজেদের দুর্বলতা কাটিয়ে তুলতেই কাজ করছে মেয়েরা, জানিয়েছেন কোচ বাটলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বাফুফের দাবি, আন্দোলন শেষে ক্যাম্পে ফিরছেন সাবিনা খাতুনরা
সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা, ৩২টি ফ্রিজ উপহার দিল ওয়ালটন
12