ভোলায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, পৌরসভার ৩ গাড়িতে আগুন, আহত ২০
ভোলা শহরের নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উত্তেজিত দুর্বৃত্তরা ভোলা পৌরসভার তিনটি ময়লা পরিবহনের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় অন্তত ২০ জন পৌর কর্মচারী আহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোলা পৌরসভা দীর্ঘদিন ধরে দখলমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে হকার ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু সদস্যকে অবৈধ স্থাপনা সরানোর নোটিশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যেও স্থাপনা না সরানোয় শনিবার পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায়।
অভিযানের সময় হকার ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু সদস্যের সঙ্গে পৌর কর্মচারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষ বাঁধে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত দুর্বৃত্তরা পৌরসভার তিনটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. উমর ফারুক বলেন, “মুক্তিযোদ্ধা সংসদের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি বহু বছর ধরে পৌরসভার জায়গা দখল করে রেখেছিলেন। নোটিশ দেওয়ার পরও স্থাপনা না সরানোয় বাধ্য হয়ে উচ্ছেদ করা হয়।”
পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “শহরের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের স্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিনের দখলদারিত্বের কারণে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা নষ্ট হচ্ছিল।”
ঘটনার পরপরই ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান এবং পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিসি মো. আজাদ জাহান বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
পুলিশ সুপার শরিফুল হক জানান, “যারা অগ্নিসংযোগ ও সংঘর্ষে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন


