logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৮:৪২

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ তুলেছেন ডেভেলপার ব্যবসায়ী সফিকুল ইসলাম। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম জানান, রাজধানীর ধানমন্ডি কলাবাগান এলাকার ২৬ নম্বর প্লটে তিনি একটি ছয়তলা ভবন নির্মাণ করছিলেন। ভবনের সপ্তম তলার কলাম ঢালাই পর্যন্ত কাজ এগিয়ে নেয়া হয়, এতে আনুমানিক ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় হয়। কিন্তু প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, “আমি জমির মালিকদের ব্যবহারের জন্য ফ্ল্যাট তৈরি করে দিয়েছি, এমনকি তাদের ফ্ল্যাটের বিলও পরিশোধ করেছি। এখন তারা পাওনা টাকা ফেরত দিচ্ছেন না। এর পেছনে ইন্ধন দিচ্ছেন সিদ্দিকুর রহমান।”

সফিকুল দাবি করেন, প্রবাসে ১০ বছর কঠোর পরিশ্রম করে দেশে ফিরে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন তিনি। অনেক প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন। কিন্তু ধানমন্ডির এই প্রকল্পে সিদ্দিকুর রহমানের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, “সিদ্দিকুর রহমান প্রকল্পের মালিক রোজেন শাহরিয়ারের ভায়রা। তাঁর প্ররোচনায় লেবার ও মিস্ত্রীদের গালাগাল, মারধর ও প্রজেক্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।”

সফিকুল ইসলাম আরও জানান, এই ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছ থেকেও কোনো সহযোগিতা পাননি তিনি। জীবনের নিরাপত্তা দাবি করে তিনি রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সিদ্দিকুর রহমান ও তাঁর সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই ডেভেলপার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12