কল রেকর্ড ফাঁসের ঘটনায় মুখ খুললেন ববি: ‘এসব কথাবার্তা জোড়াতালি’
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি আবারও আলোচনায়। সম্প্রতি তাঁর একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে শোনা যাচ্ছে, প্রযোজক ও ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে সম্পর্ক নিয়ে ববি কথা বলছেন। তবে নায়িকার দাবি, কেউ ষড়যন্ত্র করে পুরোনো অডিও কেটে-ছেঁটে নতুনভাবে ছড়িয়েছে।
ববি বলেন, ‘এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের আলাপ জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই।’ তাঁর মতে, কেউ ইচ্ছে করে অহেতুক ঝামেলা তৈরি করতে এই অডিও প্রকাশ করেছে।
ফাঁস হওয়া অডিওতে বোঝা যায়, ববি ও বাশারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কথোপকথনে নায়িকাকে একাধিকবার বাশারকে ভালোবাসার কথা বলতে শোনা যায়। আবার কিছু জায়গায় তাঁদের মধ্যে মনোমালিন্যও প্রকাশ পায়।
সাম্প্রতিক সময়ে ববি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে তাঁর প্রেম ভাঙার খবরের মধ্যেই মির্জা আবুল বাশারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এর মধ্যেই কল রেকর্ড ফাঁস হয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
তবে কে বা কারা এই অডিও ফাঁস করেছে—সেই প্রশ্নের উত্তর দেননি ববি। কিন্তু আলোচনার ঝড় থামছে না। অনেকেই ধারণা করছেন, প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের দিকেই হয়তো ইঙ্গিত করছেন নায়িকা।
মন্তব্য করুন






