২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা
অক্টোবর মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। তুলনামূলকভাবে এবার প্রবাসী আয় বেড়েছে ৭ দশমিক ৩০ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহও ঊর্ধ্বমুখী। ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। ফলে রেমিট্যান্সে বৃদ্ধি পেয়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, প্রবাসীদের আস্থা ও প্রণোদনা নীতির কারণে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বেড়েছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।
মন্তব্য করুন


