সীমান্ত সন্ত্রাস ও যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় পাকিস্তান-আফগানিস্তান
সাম্প্রতিক সীমান্ত সহিংসতা ও সন্ত্রাসবাদের ইস্যু নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার (২৫ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, আলোচনায় দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রক্রিয়া চূড়ান্ত করা ও সীমান্তবর্তী সন্ত্রাসবাদের ওপর নজরদারির বিষয়টি গুরুত্ব পাবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, সাম্প্রতিক দিনে আফগানিস্তান থেকে পাকিস্তানে বড় কোনো সন্ত্রাসী হামলা হয়নি। তিনি বলেন, “দোহা চুক্তির ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে, এবং আমরা আশা করছি ইস্তাম্বুলের আলোচনাও ফলপ্রসূ হবে।”
আন্দ্রাবি আরও বলেন, পাকিস্তানের মূল দাবি অপরিবর্তিত—আফগানিস্তান যেন তাদের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহারের সুযোগ না দেয়। তিনি স্পষ্ট করে বলেন, “আফগান ভূখণ্ড পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না।”
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং ও বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। মুখপাত্র বলেন, “পাকিস্তানের মানুষের জীবন বাণিজ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধই থাকবে।”
উল্লেখ্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে। তবে আফগানিস্তান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
মন্তব্য করুন






